News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৩, ২৪ নভেম্বর ২০২৪

৪৫০ রানে ইনিংস ঘোষণা ক্যারিবীয়দের, নড়বড়ে বাংলাদেশ

৪৫০ রানে ইনিংস ঘোষণা ক্যারিবীয়দের, নড়বড়ে বাংলাদেশ

জাস্টিন গ্রিভসের সেঞ্চুরির ওপর ভর করে ৪৫০ রানে ইনিংস ঘোষণা ক্যারিবীয়দের। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটির দ্বিতীয় দিনে বাংলাদেশ শুরুটা ভালো করলেও শেষটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫০ রান, এরপর দ্বিতীয় দিনের শুরুতেই দ্রুত ২ উইকেট তুলে নিলেন হাসান মাহমুদ। ২৬১ রানের মাথায় নেই ৭ উইকেট। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ধরেই নিয়েছিলেন, ৩০০ রানের আশপাশে হয়তো ক্যারিবীয়দের বেধে ফেলতে পারবে টাইগার বোলাররা। 

সেখান থেকেই জাস্টিন গ্রিভসের অন্যবদ্য সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করেছে ক্যারিবীয়রা। জবাবে ব্যাট করতে নেমে ২১ রানে ২ ওপেনারকে হারিয়ে নড়বড়ে শুরু করেছে বাংলাদেশ। দিন শেষে ২ উইকেট হারিয়ে ৪০ রান করেছে সফরকারীরা। এখনও তারা ৪১০ রানে পিছিয়ে রয়েছে।

উইন্ডিজ শিবিরে দিনের শুরুতেই জোড়া আঘাত করেছেন হাসান মাহমুদ। এই পেসার আগের দিনের অপরাজিত জোশুয়া ডা সিলভাকে এলবি করে ফেরারনোর পরের ওভারেই আলজারি জোসেফকে জাকির হাসানের ক্যাচে ফেরান।

তবে এরপর টেলএন্ডার কেমার রোচকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন গ্রিভস। অষ্টম উইকেট জুটিতে তারা ২৮৯ বলে ১৪০ রানের ম্যারাথন জুটি গড়েন। হাসানের তৃতীয় শিকারে পরিণত হওয়া রোচ ১৪৪ বল খেলে ৪৭ রানে বিদায় নেন। এরই মাঝে কাঙিক্ষত সেঞ্চুরির দেখা পান গ্রিভস। তৃতীয় টেস্টে ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরির দেখা পাওয়া এই ব্যাটার শেষ পর্যন্ত ২০৬ বলে ৪টি চারে ১১৫ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান হাসান। দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুটা দেখেশুনে করলেও দুই ওভার ও মাত্র এক রানের ব্যবধানে দুই ওপেনারকে হারায়। ১৫ রান করা জাকির হাসানকে বোল্ড করেন জায়ডেন সিলস। আর ৫ রান করে আলজারি জোসেফের শিকার হন মাহমুদুল হাসান জয়।

এর আগে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যেখানে দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান করেছিল উইন্ডিজ। ওপেনার মাইকেল লুইস ৯৭ ও আলিক আথানজে ৯০ রানে আউট হন। দিনের শেষে জাস্টিন গ্রিভস ও জোশুয়া ডা সিলভা অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।

নিউজবাংলাদেশ.কম/পলি 

সর্বশেষ

পাঠকপ্রিয়