News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৫, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ১৪:৫০, ১৮ জানুয়ারি ২০২০

১৫ উইকেটের দিনে এক বিন্দুতে দুদল

১৫ উইকেটের দিনে এক বিন্দুতে দুদল

ঢাকা: এক দিনে দু দলের ১৫টি উইকেটের পতন। রোববার সিংহলিজ স্পোর্টস ক্লাবে বোলারদের এই আধিপত্য ভারত ও শ্রীলঙ্কা দলকে এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে।

এদিন সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বল হাতে আগুন ছড়িয়ে ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন ইশান্ত শর্মা। তাতে করে প্রথম ইনিংসে ১১১ রানের লিডও পেয়েছিল সফরকারীরা। তবে দিন শেষে এই আধিপত্য আর ধরে রাখতে পারেনি বিরাট কোহলি অ্যান্ড কোং।

কারণ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র সাত রানের মধ্যেই তিন তিনটি উইকেট হারায় ভারত। দিনশেষে তাদের সংগ্রহ ৮.১ ওভারে তিন উইকেটের বিনিময়ে ২১ রান। লিড ১৩২ রানের। এক প্রান্তে অপরাজিত আছেন রোহিত শর্মা (১৪) ও অন্য প্রান্তে বিরাট কোহলি (১)।

টেস্টের দ্বিতীয় দিনের ৮ উইকেটে সংগ্রহ করা ২৯২ রান নিয়ে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে আরও ২০ রান যোগ করে প্রথম ইনিংসে অলআউট হয় ভারত। ১০০.১ ওভার ব্যাট করে ৩১২ রানে গুটিয়ে যায় তারা। ২৮৯ বলে ১৪৫ রান করে এক প্রান্তে অপরাজিত থেকে গিয়েছিলেন চেতেশ্বর পূজারা। চতুর্থ ভারতীয় হিসেবে ক্যারিং থ্রু দ্য ইনিংস ব্যাট করেন তিনি।

এরপর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫২.২ ওভারে ২০১ রানে রানে অলআউট হয়ে যায়। লঙ্কানরা ১৮.৩ ওভারে মাত্র ৪৮ রানে ছয় উইকেট হারানোর পরও লোয়ার অর্ডারের দৃঢ়তায় ২০০-এর বেশি রান সংগ্রহ করে। মূলত কুশল পেরেরার ৫৫ ও রঙ্গনা হেরাথের ৪৯ রানে ভর করে মান রক্ষা করে স্বাগতিকরা। কিন্তু তারপরও প্রথম ইনিংসেই ১১১ রানের লিড পায় ভারত।

বড় এই লিডে দিনটি পুরোপুরি নিজেদের হওয়ার কথা ছিল ভারতীয়দের। শেষ পর্যন্ত সেটা হয়নি ধামিকা প্রসাদ ও নুয়ান প্রদীপের তোপে। ভারতের দ্বিতীয় ইনিংসে লঙ্কান এই দুই পেসার মাত্র সাত রানের মধ্যেই চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানেকে আউট করেন। প্রদীপ দুটি আর প্রসাদ একটি উইকেট নেন।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়