News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৪, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ১৪:৫০, ১৮ জানুয়ারি ২০২০

গৃহকর্মীকে পিটিয়ে মামলা খেলেন কাম্বলি!

গৃহকর্মীকে পিটিয়ে মামলা খেলেন কাম্বলি!

ঢাকা: সাবেক ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি ও তার স্ত্রী আন্দ্রেয়ার বিপক্ষে মামলা করেছেন তাদের গৃহকর্মী। এজন্য পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, কাম্বলির কাছে দু বছরের বকেয়া বেতন চেয়েছিলেন তাদের গৃহকর্মী। এটাই ক্ষিপ্ত করে তোলে কাম্বলি দম্পতিকে। তারা এতোটাই ক্ষিপ্ত হন যে, গৃহকর্মীকে পেটাতে শুরু করেন। সেখানেই থেমে থাকেননি সাবেক ভারতীয় ক্রিকেটার। এরপর নাকি নিজেদের গৃহকর্মীকে একটি কক্ষে তিন দিন বন্দি করেন রাখেন কাম্বলি। পরে অবশ্য তারা গৃহকর্মীকে মুক্ত করে দেন। কিন্তু এই বলে শাসান, আর যেন কখনোই সে ফিরে না আসে।

এদিকে মুম্বাই পুলিশ সেই গৃহকর্মীর অভিযোগ গ্রহণ করে ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৫০৪, ৫০৬ এবং ৩৪ ধারায় কাম্বলির বিপক্ষে মামলা গ্রহণ করেছে।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়