গুঞ্জন ওড়ালেন নেইমার
ঢাকা: তাকে ঘিরে কতো গুঞ্জন! ইংলিশ গণমাধ্যমের পাতায় পাতায় খবর- এই মৌসুমেই রেকর্ড ট্রান্সফার ফির মাধ্যমে ইপিএলের ম্যানইউয়ে নাম লেখাচ্ছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে ২৩ বছর বয়সী তারকা জানালেন, সব উড়ো খবর। ন্যু ক্যাম্পে সতীর্থদের নিয়ে সুখে আছি আমি।
মালাগার বিপক্ষে ১-০ গোলের জয়ের পর নেইমার বার্সা ভক্তদের আশ্বস্ত করলেন, আমি কোথাও যাচ্ছি না। এদিন টিভি থ্রিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল অধিনায়ক বললেন, “আপনারা (বার্সা ভক্তরা) আমাকে নিয়ে নির্ভার থাকতে পারেন। এই গুজব আমিও শুনেছি। কিন্তু এই বিষয়ে কী বা বলার আছে। আমি তো এখানে সবাইকে নিয়ে দারুণ সুখে আছি।”
গত কিছুদিন ধরে ইংল্যান্ডের গণমাধ্যমে জোর গুঞ্জন রেকর্ড ২৪০ মিলিয়ন পাউণ্ডের বিনিময়ে ন্যু ক্যাম্প ছেড়ে ম্যানইউতে নাম লেখাবেন নেইমার। অথচ ব্রাজিল তারকার ভাবনায় বার্সার হয়ে আরও শিরোপা জয়ের স্বপ্ন। তিনি বললেন, “গত মৌসুমটা দারুণ কেটেছে আমাদের। এবার আবারও সেই মৌসুমের ফর্মটা দেখাতে পারব কিনা সেটা জানিনা। তবে সমবেতভাবে অবশ্যই চেষ্টা করব।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








