পূজারার সেঞ্চুরিতে মান রক্ষা ভারতের
ঢাকা: প্রায় আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দারুণ এক সেঞ্চুরি উপহার দিলেন ভারতীয় ওপেনার চেতেশ্বর পূজারা। শনিবার তার লড়াকু সেই সেঞ্চুরিতে ভর করেই কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে একই বিন্দুতে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী ভারত।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে টেস্টের প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৯৫.৩ ওভার ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ২৯২ রান সংগ্রহ করেছে ভারত। ২৭৭ বল মোকাবেলায় ১৩টি চারের বিনিময়ে ১৩৫ রান করে অপরাজিত আছেন পূজারা। ব্যক্তিগত ২ রান করে উইকেটের অপর প্রান্তে ভারতীয় ওপেনারকে সঙ্গ দিচ্ছেন পেসার ইশান্ত শর্মা।
সিরিজের প্রথম দুই টেস্টে শ্রীলঙ্কা ও ভারত প্রত্যেকেই একটি করে ম্যাচ জিতে নেয়। ফলে এসএসসির ম্যাচটি ফাইনালে পরিণত হয়। সেই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম চার ওভারেই দু দুটি উইকেট হারায় ভারত। প্রথম ওভারে লোকেশ রাহুলের (২) বিদায়ের পর আজিঙ্কা রাহানেও (৮) দ্রুত আউট হন।
দলীয় ৬৪ রানের মাথায় বিরাট কোহলি তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন। ব্যক্তিগত ১৮ রান করে অ্যাঞ্জেলো ম্যাথুসের শিকার হন ভারত অধিনায়ক। ২৩.৩ ওভারে দিল্লির ব্যাটসম্যানের বিদায়ের পর ৪৬তম ওভারে গিয়ে আউট হন রোহিত শর্মা (২৬)। এরপর স্টুয়ার্ট বিনি (০), নামান ওঝা (২১) ও রবিচন্দন অশ্বিনও (৫) থিতু হতে পারেননি।
তবে এক প্রান্ত ঠিকই আগলে রাখেন ওপেনার পূজারা। অস্টম উইকেটে গিয়ে স্পিনার অমিত মিশ্র তাকে দারুণ সঙ্গ দেন। তাতে ১০৪ রানের জুটি পায় সফরকারীরা। এই জুটিটি খাদের কিনারায় থাকা ভারতকে টেনে তোলে। অবশ্য দিনের শেষ বেলায় ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করে আউট হন মিশ্র। রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ৫৯ রান করে থামেন তিনি।
শ্রীলঙ্কা পেসার ধামিকা প্রসাদ ২৩.৩ ওভার বল করে ৮৩ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট ভাগাভাগি করে নেন নুয়ান প্রদীপ, অ্যাঞ্জেলো ম্যাথুস, রঙ্গনা হেরাথ ও থারিন্ডু কুশল।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








