স্বর্ণ জিতে ইতিহাসের পাতায় টুথ
ঢাকা: প্রথম স্লোভাকিয়ান হিসেবে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতার রেকর্ড গড়লেন মাটেস টুথ। বেইজিংয়ে অনুষ্ঠিত আসরে ছেলেদের ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় নিজের শ্রেষ্ঠত্ব দেখান ৩২ বছর বয়সী এ অ্যাথলেট।
শনিবার বেইজিংয়ের ন্যাশনাল স্টেডিয়ামের তীব্র গরম উপেক্ষা করে ৩ ঘণ্টা ৪০ মিনিট ৩২ সেকেণ্ড সময় নিয়ে ৫০ কিলোমিটারের ফিনিশিং ল্যাপে পৌঁছান টুথ। তার পেছনে দ্বিতীয় স্থান লাভ করেন অস্ট্রেলিয়ার জারেড টলেন্ট। দুই মিনিট সময় বেশি নেন গত দুটি অলিম্পিকের রৌপ্য পদক জয়ী তারকা। জাপানের তাকাইকি তান্নি ৩ ঘণ্টা ৪২ মিনিট ৫৭ সেকেণ্ড সময় নিয়ে তৃতীয় সেরা নির্বাচিত হন। গত ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি।
ম্যাচ জেতার পর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বসিত টুথ বলেন, “এই আবহাওয়া আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু তারপরও স্বর্ণ জিততে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আমার হৃৎপিণ্ড, পেট কিংবা স্বপ্ন সবকিছুই ঠিকঠাক আছে। নিজেকে সুস্থই অনুভব করছি।”
নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে
নিউজবাংলাদেশ.কম








