News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩০, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৩০, ১৩ ফেব্রুয়ারি ২০২০

৯০ বছর বাঁচতে চান রোনালদো

৯০ বছর বাঁচতে চান রোনালদো

ঢাকা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘প্রাণ’ কবিতায় বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। কবিতার সেই সারবস্তুর সঙ্গে মিলে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আকুতি। পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের মহাতারকা যে এই পৃথিবী ছাড়তে চান না! অন্তত অল্প বয়সে মারা যেতে আপত্তি তার। কমপক্ষে ৮০ কিংবা ৯০ বছর বাঁচতে চান সিআরসেভেন।

শুক্রবার এক সাক্ষাৎকারে তিনবার ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেন, “অল্প বয়সে মারা যেতে চাই না আমি। এটা আমাকে ভীত করে তোলে। ৮০ কিংবা ৯০ বছরের বৃদ্ধ হলে তারপর মারা যেতে চাই। এজন্য স্বাভাবিক কাজকর্ম করে যাই আমি। পরিবার, বন্ধুবান্ধব এবং আমার ছেলের সঙ্গে সময় কাটাই। যতোটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করি। তবে আমার প্রিয় অবসর হলো, আমার ছেলের সঙ্গে খেলা করা।”

রোনালদো তার ক্যারিয়ারের শুরুর দিকে অনেকটা রোগা-পটকা ছিলেন। কিন্তু নিজের কঠোর পরিশ্রমে এখন ফুটবলের সবচেয়ে ফিট তারকা তিনি। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ‘মাদেইরার যুবরাজ’ বলেন, “সবসময় আমার একটাই লক্ষ্য থাকে, তা হলো- সবার সেরা হওয়া। এজন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করি। এটাই আমাকে সেরাদের কাতারে রাখে।”

নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়