News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৬, ২ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:০৯, ১৮ জানুয়ারি ২০২০

টানা বৃষ্টিতে বিরক্ত টাইগাররা

টানা বৃষ্টিতে বিরক্ত টাইগাররা

ঢাকা: চট্টগ্রাম টেস্ট বৃষ্টির কারণে ড্রয়ের পর ঢাকা টেস্টও একই কারণে ড্র হচ্ছে। পাঁচ দিনের খেলায় তিনদিনই বল মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে টেস্ট খেলতে না পারায় বিরক্ত হয়ে পড়েছেন টাইগাররা।

রোববার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

তৃতীয় দিনের মত খেলা পরিত্যক্ত হওয়ার পর রিয়াদ বলেন, “খেলা হচ্ছে না, এটা পরিস্থিতির শিকার। আপনি যখন পাঁচদিন মাঠে নামার পরিকল্পনা ও মানসিক প্রস্তুতি নিয়ে মাঠে নামবেন, তারপর টানা তিনদিন খেলা পরিত্যক্ত হবে, তা স্বাভাবিকভাবেই বিরক্তকর।”

দলের অভিজ্ঞদের বড় ইনিংস নিয়ে তিনি বলেন, “টেস্টে প্রথম ২০-৩০ রান তোলা কঠিন। ওটা হার্ডেল পার্ট। এরপর স্বাভাবিক খেলার সময়। তিন-চারজন আমরা ২০-৩০-৩৫-৪০ রান করে আউট হয়ে গেছি। আমার মনে হয় টেস্ট ক্রিকেটে এটা একটা অপরাধ।”

তিনি আরও বলেন, “আমাদের গ্রুপ করে ব্যক্তিগতভাবে আলাপ করে বের করতে হবে কী সমস্যা হচ্ছে? যেন এখান থেকে আমরা বের হতে পারি। ইনশাআল্লাহ আমরা দ্রুতই সমস্যার সমাধান করে ফেলব।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়