২০২৮ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল মিউনিখে
ফাইল ছবি
২০২৮ সালের উয়েফা চাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে যাচ্ছে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে এক বিবৃতিতে নিশ্চিত করেছে উয়েফা।
বিবৃতিতে বলা হয়েছে, ২০২৭-২৮ মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখ শহরে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়।
এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের চার আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে মিউনিখে। সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমের ফাইনাল এখানে হয়েছিল।
আরও পড়ুন: দুই বছরের জন্য বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত
এছাড়া আগামী বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস অ্যারেনায়। এছাড়া ২০২৭ সালের ফাইনালের ভেন্যু অ্যাতলাতিকো মাদ্রিদের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








