আইপিএলের নিলামে মোস্তাফিজ-সাকিব
ফাইল ছবি
আসন্ন আইপিএল ২০২৫ মৌসুমের মিনি নিলামের নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে।
ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এবারে বিশ্বের মোট ১,৩৫৫ জন ক্রিকেটার নিলামে অংশগ্রহণের জন্য নাম জমা দিয়েছেন। সীমিত স্লট ও বড় পরিসরের তালিকার কারণে এবারের নিলামকে ইতোমধ্যে অন্যতম প্রতিযোগিতামূলক আসর হিসেবে দেখা হচ্ছে। নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবুধাবিতে।
এবারের নিলামের তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার পেসার মোস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর মধ্যে মোস্তাফিজকে রাখা হয়েছে আইপিএলের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে, যেখানে তার বেইজ প্রাইস ধরা হয়েছে দুই কোটি রুপি।
অন্যদিকে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিলামে নিজের বেস প্রাইস নির্ধারণ করেছেন এক কোটি রুপি। বিপিএলের সদ্য সমাপ্ত নিলামে সুযোগ না পেলেও আইপিএলের মিনি নিলামে ঠিকই নাম তুলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় এ বছর ৪৫ জন ক্রিকেটার আছেন, যাদের বেস প্রাইস দুই কোটি রুপি। ভারত থেকে এই ক্যাটাগরিতে মাত্র দুজন—ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকিদের সবাই বিদেশি।
এই তালিকায় মোস্তাফিজুর রহমান ছাড়াও রয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফসহ আরও অনেক আন্তর্জাতিক তারকা।
তবে এ তালিকায় সবচেয়ে বড় অনুপস্থিতি অস্ট্রেলিয়ান হার্ডহিটার গ্লেন ম্যাক্সওয়েল। চোট ও গত মৌসুমে ব্যর্থতার কারণে এ অলরাউন্ডার এবারে নিলামে নিবন্ধনই করেননি।
আরও পড়ুন: নানা নাটকীয়তায় শেষ হলো বিপিএলের ১২তম আসরের নিলাম
অন্যদিকে এবারের অন্যতম প্রধান আকর্ষণ হতে পারেন ক্যামেরন গ্রিন। পিঠের চোটের কারণে তিনি ২০২৫-এর মেগা নিলামে অংশ নিতে পারেননি, তবে সম্প্রতি বোলিংয়ে ফেরার পর এবার তার জন্য লড়াই হতে পারে বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে)–এর মধ্যে। দুই ফ্র্যাঞ্চাইজিরই একজন পেস বোলিং অলরাউন্ডার প্রয়োজন এবং ধরে রাখা ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়ার পর সবচেয়ে বেশি অর্থ জমা আছে এই দুটি দলের হাতেই বিশেষ করে কেকেআরের।
আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রত্যেক দলই সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় স্কোয়াডে রাখতে পারবে। এবারের নিলাম থেকে মোট ৭৭ জন খেলোয়াড় দল পাবে, যাদের মধ্যে ৩১ জন বিদেশি। তবে ১,৩৫৫ ক্রিকেটারের বিশাল তালিকা থেকে সবাই নিলামের দিনে উঠবেন না। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের পছন্দের খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা দিতে হবে ৫ ডিসেম্বরের মধ্যে। সেই তালিকার ভিত্তিতেই আইপিএল চূড়ান্ত করবে নিলামের দিনের অফিশিয়াল তালিকা।
বাংলাদেশি দুই তারকার পরিসংখ্যানও নিলামের আগে আলোচনায় আছে। মোস্তাফিজুর রহমান আইপিএলে এখন পর্যন্ত আট আসরে ৫টি ভিন্ন দলের হয়ে ৬০টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৬৫ উইকেট, ইকোনমি ৮.১৩। ২০১৬ সালের অভিষেক মৌসুমে তার সেরা পারফরম্যান্স ১৭ উইকেট। গত মৌসুমে নিলামে দল না পেলেও পরে বদলি হিসেবে জায়গা পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে এবং সেখানে তিন ম্যাচে চার উইকেট নেন।
অন্যদিকে সাকিব আল হাসান আইপিএলে সবশেষ খেলেছেন ২০২১ সালে। মোট ৯ মৌসুমে ৭১টি ম্যাচ খেলে করেছেন ৭৯৩ রান (স্ট্রাইক রেট ১২৪.৪৮) এবং নিয়েছেন ৬৩টি উইকেট (ইকোনমি ৭.৪৩)। আইপিএলে দুইবার শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
মোট তালিকায় ভারত ছাড়াও ১৪টি দেশের ক্রিকেটার আছেন। এ কারণেই এবারের একদিনের নিলামকে বলা হচ্ছে “সর্বাধিক বিস্তৃত আন্তর্জাতিক রেজিস্ট্রেশন–যুক্ত মিনি নিলাম”। তবে স্লট মাত্র ৭৭ হওয়ায় প্রতিযোগিতা হবে কঠোর; বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে তো আরও বেশি, কারণ সেখানে জায়গা আছে মাত্র ৩১টি।
সব মিলিয়ে, নিবন্ধন সংখ্যার ব্যাপ্তি, সর্বোচ্চ ভিত্তিমূল্যের আন্তর্জাতিক কাতার, বড় নামের অনুপস্থিতি এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর বিশাল পকেট সব মিলিয়ে আবুধাবির ১৬ ডিসেম্বরের নিলামকে ঘিরে উত্তাপ এখনই ছড়িয়ে পড়েছে ক্রিকেট মহলে।
নিউজবাংলাদেশ.কম/পলি








