News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০১, ১২ নভেম্বর ২০২৫

অনুষ্ঠানে অব্যবস্থাপনা, ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি বুলবুল

অনুষ্ঠানে অব্যবস্থাপনা, ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি বুলবুল

ছবি: সংগৃহীত

জেলা ও বিভাগীয় ক্রিকেট উন্নয়নের উদ্যোগে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠান আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গত রবি ও সোমবার এই আয়োজনে ব্যাপক অব্যবস্থাপনা ছিল। আমন্ত্রণ দিয়ে গণমাধ্যমকর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সাংবাদিকরাও পরে বর্জন করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সংবাদ সম্মেলন। অবশেষে এই ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বুলবুল।

গত সোমবার ছিলো বাংলাদেশের প্রথম টেস্ট খেলার ২৫ বছর। সেদিনই সাংবাদিকরা পড়েন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। তাদের বাইরে দাঁড় করিয়ে বিড়ম্বনায় ফেলা হয়।

মুশফিককে ছাড়িয়ে গেলেন লিটন দাস

বুধবার ভিডিও বার্তায় সবার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান বিসিবি সভাপতি। তিনি বলেন, 'গত দশই নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। আমরা বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছিলাম। আমি নিজে আপনাদেরকে সেখানে দাওয়াত দিয়েছিলাম। যদিও অনুষ্ঠান শেষ হতে কিছুটা সময় লেগে গিয়েছিল, যখন বাইরে এসে দেখলাম যে আপনাদেরকে যথাযথ সম্মান জানানো হয়নি, এবং আমন্ত্রণ জানানোর পরেও আমন্ত্রণ রক্ষা করার যে সৌজন্যতা আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার কাজ ছিল, তাতে আমরা ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।'

এই ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখার জন্য তদন্ত করার কথাও জানান বুলবুল, 'তবে এটাও আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের কোন বিভাগের কারণে এই ব্যর্থতাটি এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব। আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে আপনারা এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় অংশীদার। ভুল আমরা করেছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব এ ধরনের ভুল যেন আর না হয়।'

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়