আইরিশদের সিরিজ হারাল বাংলাদেশের মেয়েরা
ছবি: সংগৃহীত
আগে ব্যাট করে আইরিশরা লড়াকু পুঁজি দাঁড় করালেও ব্যাটারদের দৃঢ়তায় তা সহজেই টপকে যায় বাংলাদেশ। এতেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশের মেয়েরা।
শনিবার (৩০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান করে আইরিশ ক্রিকেটাররা। জবাবে ৪৩.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান করেন ফারজানা হক।
মিরপুরের মাঠে ওয়ানডেতে ১৬৭ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড গড়ল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২২৫ রান তাড়ায় ম্যাচ হয়েছিলো টাই। সেই হিসেবে আজকের রেকর্ড বটে। জবাব দিতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন বাঁহাতি ব্যাটার মুরশিদা খাতুন। আউটের আগে ১৪ বলে ৬ রান করেন তিনি।
এরপর ব্যক্তিগত ৫০ রান করে বিদায় নেন ফারজানা। ততক্ষণে অবশ্য দলীয় স্কোর ১০০ পেরিয়ে যায় বাংলাদেশ। এরপর মাঝে তিন উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। ফাহমিদা খাতুন ও স্বর্ণার ব্যাটে ৫ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। অফ স্পিনার সুলতানা খাতুনের বলে ক্যাচ দিয়ে ফেরেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। আয়ারল্যান্ড বড় জুটি পায় চতুর্থ উইকেটে। এমি আর অরলা মিলে যোগ করেন ৯১ রান। দলের ভীষণ প্রয়োজনে এই জুটি ভাঙেন স্বর্ণা আক্তার। ৬৮ করা এমিকে এলবিডব্লিউতে থামান তিনি। ওরলা ৩৭ করে ফেরেন রান আউটে। পরের দিকে আয়ারল্যান্ডের রান দুইশোর কাছে নিতে ভূমিকা রাখেন লাউরা ডেলানি ও লেহ পল। ইনিংসে বাংলাদেশের সেরা বোলার সুলতানা। ১০ ওভার বল করে ৩২ রানে তিনি নিয়েছেন ২ উইকেট।
নিউজবাংলাদেশ.কম/এনডি