কানেকটিকাটে শেষ হাসি কেভিতোভার
ঢাকা: চেক প্রজাতন্ত্রের লুসিও সাফারোভাকে হারিয়ে কানেকটিকাট ওপেনে নিজের তৃতীয় ডব্লিউটিএ শিরোপা জিতেছেন মেয়েদের দ্বিতীয় বাছাই পেত্রা কেভিতোভা।
শনিবার নিউ হ্যাভেনে অনুষ্ঠিত ম্যাচে প্রথম সেটেই ধাক্কা খেয়েছিলেন কেভিতোভা। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর টাইব্রেকারে প্রথম সেট হেরেছিলেন তিনি।
তবে পরে টানা দুই সেট জিতে ফলাফল নিজের পক্ষে নিয়ে আসেন চেক তারকা। আর ৬-৭ (৬/৮), ৬-২, ৬-২ ব্যবধানে ম্যাচ জিতে নেন।
ম্যাচ জেতার পর কেভিতোভা বললেন, “ইউএস ওপেনের আগে কঠিন এই জয় আমাকে আসন্ন টুর্নামেন্টে আত্মবিশ্বাস জোগাবে। তাছাড়া ফ্লাশিং মিডোসে নামার দুই দিন আগে নিজের ভুলগুলো নতুন করে জানতে পেরে তা শুধরে নেওয়ার চেষ্টাও করা যাবে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








