তাদের ক্ষমা করার পক্ষে শোয়েব...
ঢাকা: স্পট ফিক্সিংয়ের পাপমোচনের পর সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের ক্রিকেটে প্রত্যাবর্তনে ক্ষুব্ধ কয়েকজন সাবেক পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু এই বিষয়টিতে কোনও গলদ দেখছেন না শোয়েব আকতার। বরং কলঙ্কিত ত্রয়ীর প্রতি সমর্থন জানিয়ে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বললেন, “শাস্তিভোগের পর সব ক্রিকেটারের দ্বিতীয়বার সুযোগ পাওয়া উচিত।”
শনিবার এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, “হ্যাঁ, তারা (বাট, আমির ও আসিফ) ভুল করেছিল। এরপর তাদের শাস্তিও হয়েছে। সুতরাং তাদের ক্ষমা করা যেতেই পারে। আশা করি অতীত কর্ম থেকে শিক্ষা নিয়েছে তারা। তবে এখন তাদের আবারও আগের ফর্মে ফিরতে হবে এবং নিজেদের প্রমাণ করতে হবে যে তারা ভালো মানুষ।”
২০১০ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টের সময় স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিল তিন পাকিস্তানি ক্রিকেটার। এরপর অপরাধ প্রমাণ হওয়ায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা, আর্থিক জরিমানা এবং হাজত বাসের শাস্তি দেওয়া হয় বাট, আমির ও আসিফকে। আগামী সেপ্টেম্বরে তাদের শাস্তি শেষ হচ্ছে। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, ক্লাব ক্রিকেটে ফিরতে পাক ত্রয়ীর আর কোনও বাধা নেই। তারা সেখানে পারফর্ম করে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির পর প্রথম শ্রেণির ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে
নিউজবাংলাদেশ.কম








