News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৭, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ১৪:৫০, ১৮ জানুয়ারি ২০২০

গাভাস্কার, দ্রাবিড় এবং শেবাগের পর পূজারা

গাভাস্কার, দ্রাবিড় এবং শেবাগের পর পূজারা

ঢাকা: চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ‘ক্যারিং ব্যাট থ্রু অ্যা কমপ্লিট ইনিংস’-এর রেকর্ড গড়লেন চেতেশ্বর পূজারা। কিংবদন্তি সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড় এবং বিরেন্দ্র শেবাগের পর ভারতীয় দলের একটি গোটা ইনিংসে ব্যাট করে অপরাজিত থাকার নজির গড়লেন গুজরাটের ২৭ বছর বয়সী ব্যাটিং প্রতিভা।

গত শুক্রবার কলম্বো টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসের সূচনা করতে মাঠে নেমেছিলেন পূজারা। তখন তার সঙ্গী ছিল লোকেশ রাহুল। এরপর একে একে ভারতের দশ ব্যাটসম্যান আউট হলেও অপরাজিতই থেকে যান ডানহাতি ব্যাটসম্যান। ফলে দলের গোটা ইনিংস ব্যাট করার ৪৯তম নজির হয়ে যান পূজারা।

এর আগে ১৯৮৩ সালে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছিলেন লিটল জিনিয়াস সুনীল গাভাস্কার। পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদ টেস্টে ওই নজির স্থাপন করেছিলেন মুম্বাইয়ের ব্যাটিং প্রতিভা। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে একই কীর্তি গড়েন বিরেন্দ্র শেবাগ। রাহুল দ্রাবিড়ের কীর্তিটি ২০১১ সালে। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অতিমানবীয় ব্যাটিং করেছিলেন ‘দ্য ওয়াল’।

অভিজাত রেকর্ডের এই তালিকায় নাম আছে বাংলাদেশেরও। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ক্যারিং থ্রু দ্য ইনিংস ব্যাট করার রেকর্ড গড়েছিলেন টাইগার ওপেনার জাভেদ ওমর বেলিম। সেই ইনিংসে ১৬৮ বল মোকাবেলায় ৮৫ রান করে অপরাজিত ছিলেন ঢাকার ব্যাটসম্যান।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়