চেলসির হার, বায়ার্নের জয়
ঢাকা: শনিবার ইউরোপিয়ান ফুটবলে দুটি অঘটন ঘটেছে। পুঁচকে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গেছে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। ঘরের মাঠে ওয়েস্টহ্যামের বিপক্ষে লজ্জা পেয়েছে লিভারপুল। তবে নতুন মৌসুমে জয়রথ অব্যাহত রেখেছে ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখ।
এদিন ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরেছে চেলসি। শনিবার হোসে মরিনহো তার কোচিং ক্যারিয়ারে কেবলমাত্র দ্বিতীয়বার ঘরের মাঠে হার মানলেন। যদিও প্রথমবার পিছিয়ে পড়ে ঠিকই খেলায় ফিরে এসেছিল ব্লুজরা। খেলার ৬৫ মিনিটে ফরাসি মিডফিল্ডার বাকারি শাকোর গোলে লিড নেয় প্যালেস। ৭৯ মিনিটে রাদামেল ফ্যালকাওয়ের গোলে তা শোধ করে দেয় চেলসি। কিন্তু ৮১ মিনিটে জোয়েল ওয়ার্ডের গোলে কপাল পোড়ে জন টেরি বাহিনীর।
লন্ডনে অঘটনের রাতে লিভারপুলও একই রকম একটি ঘটনা প্রত্যক্ষ করেছে। ফিলিপ কৌটিনহোর লালকার্ডে দশ জনের দলে পরিণত হওয়া অলরেডরা ওয়েস্টহ্যামের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছে। বেলেওন গ্রাউন্ডের অধিবাসীদের পক্ষে একটি করে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনি, ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক নোবেল এবং সেনেগালিজ স্ট্রাইকার দিয়াফরা সাকো। একই দিনে ইত্তিহাদ স্টেডিয়ামের খেলায় ওটফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। সিটিজেনদের পক্ষে একটি করে গোল করেন রহিম স্টারলিং ও ফার্নানদিনহো।
অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানসিটি। জার্মান বুন্দেস লিগায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। শনিবার আলিয়াঞ্জ অ্যারেনার খেলায় বায়ার্ন লেভারকুসেনকে ৩-০ গোলে পরাস্ত করেছে বাভারিয়ানরা। বায়ার্নের পক্ষে দুটি গোল করেন থমাস মুলার, একটি গোল আরিয়েন রোবেনের। একই দিনে ইতালিতে জয় তুলে নিয়েছে এসি মিলান। কার্লোস বাক্কা ও লুইস আদ্রিয়ানোর গোলে এমপোলিকে ২-১ গোলে হারিয়েছে সান সিরোর দলটি।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








