ভারমালেনের প্রথম গোলে বার্সার প্রতিশোধ
ঢাকা: ন্যু ক্যাম্পে বারবার ফিরে আসছিল ২০১৪-১৫ মৌসুম। উঁকি দিচ্ছিল আরেকটি অঘটনের। ভাগ্যও সে পথেই নিয়ে যাচ্ছিল বার্সেলোনাকে! কিন্তু শেষ পর্যন্ত পার পায়নি মালাগা। কাতালনদের জার্সিতে থমাস ভারমালেনের প্রথম গোলে ১-০ ব্যবধানে প্রতিশোধ নেয় লুইস এনরিকের শিষ্যরা।
গত ফুটবল মৌসুমে মালাগাকে একবারও হারাতে পারেনি বার্সেলোনা। মালাগার মাঠে দু দলের প্রথম সাক্ষাতে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচ। এরপর ফেব্রুয়ারিতে রিটার্ন লেগে ন্যু ক্যাম্পে ১-০ গোলে হেরে যায় কাতালনরা। শনিবার মালাগার সেনেগালিজ গোলকিপার কামেনি যেভাবে মেসি-সুয়ারেজদের গোলবঞ্চিত করলেন তাতে গত মৌসুমের সেই অঘটন আবারও উঁকি দিতে শুরু করেছিল! রেফারির দু দুটি ভুল সিদ্ধান্ত যেন তারই প্রমাণ দিচ্ছিল। কারণ, কেবলমাত্র ভাগ্যের ফেরেই দুটি পেনাল্টি বঞ্চিত হয় স্বাগতিকরা।
এরপর বার্সা প্রথমার্ধে যখন গোলশূন্যভাবে বিরতিতে যায় তখন লুইস এনরিকেকে পৃথিবীর সবচেয়ে চিন্তিত মানুষ বলে মনে হচ্ছিল। ঘড়ির কাঁটায় ৬০-৭০ মিনিট অতিক্রান্ত হলে ন্যু ক্যাম্পে শ্মশানের স্তব্ধতা নেমে এসেছিল। তবে গোটা ম্যাচে বার্সা ফুটবলাররা যে ধৈর্য্যের পরীক্ষা দিয়েছেন তার সুমধুর ফল না দিয়ে থাকতে পারেননি ফুটবল বিধাতা। শেষ পর্যন্ত ম্যাচের ৭৩ মিনিটে অচলাবস্থা ভাঙে। মালাগার বক্সের বাম প্রান্ত থেকে সুয়ারেজের বাড়ানো ক্রসে দারুণ এক টার্নিং কিকে গোল আদায় করেন ভারমালেন। বার্সার জার্সিতে তার ক্যারিয়ারের প্রথম গোল। যা তার দলকে মহামূল্যবান তিনটি পয়েন্ট উপহার দেয়।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








