রদ্রিগেজ-বেল নৈপুণ্যে রিয়ালের বড় জয়
ঢাকা: প্রাক মৌসুম প্রস্তুতি থেকেই গোলখরায় বিবিসি। বিবর্ণ রিয়াল মাদ্রিদও। নতুন মৌসুমে লিগের প্রথম ম্যাচে তো পুঁচকে গিজনের কাছে আটকেই যায় লস ব্লাঙ্কোসরা। ফলে কোচ হিসেবে রাফায়েল বেনিতেজের অভিষেকটা পানসে হয়ে যায়। তবে লিগের দ্বিতীয় ম্যাচে ঠিকই ফিরে এসেছে রিয়াল। শনিবার স্প্যানিশ লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াল বেটিসকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে হামেস রদ্রিগেজ-গ্যারেথ বেলরা।
গত মৌসুমে উল্লেখযোগ্য কোনও ট্রফিই জিততে পারেনি রিয়াল। এই অবস্থায় মাদ্রিদিস্তা ভক্তদের সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছিলেন গ্যারেথ বেল। কারণ, বিশাল পরিমাণ অর্থে সান্টিয়াগো বার্নাব্যুতে উড়ে আসলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর ছায়ায় প্রায়শই ঢাকা পড়ে যাচ্ছিলেন ওয়েলশ উইঙ্গার। তবে নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঝলসে উঠলেন বেল। জোড়া গোল করে জানান দিলেন তার ধারে মরচে পড়েনি। শুধু একটু ধৈয্য ধরার অপেক্ষা। একই কথা খাটে হামেস রদ্রিগেজের ক্ষেত্রেও। প্রাক মৌসুমে এবং লিগের প্রথম ম্যাচে তাকে বসিয়ে রেখেছিলেন বেনিতেজ। সুযোগ পেয়েই বাজিমাত করলেন এ মিডফিল্ডার। জোড়া গোলের সাথে বেলের প্রথম গোলটির কেন্দ্রমুখও ছিলেন এই কলম্বিয়ান।
ঘরের মাঠে খেলার দ্বিতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল রিয়াল। বেটিসের বক্সের বাম প্রান্তে একটি ফ্রি-কিক পায় স্বাগতিকরা। সেই ফ্রি-কিক থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন বেল। শুরুর এই গোলটি যেন জাগিয়ে দেয় রদ্রিগেজকে। তাই বিরতিতে যাওয়ার আগে আবারও লাইমলাইটে কলম্বিয়ান নাম্বার টেন। এবার সরাসরি ফ্রি-কিক থেকে গোল আদায় করেন সাবেক মোনাকো ফুটবলার। বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৭ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন করিম বেনজেমা। বক্সের ডান প্রান্ত থেকে বেলের বাড়ানো বলে উড়ন্ত হেড়ে লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার। তিন মিনিট বাদে চতুর্থবার উল্লাস করার উপলক্ষ পায় মাদ্রিদ ভক্তরা। এবার জটলার মধ্যে বল পেয়ে বাইসাইকেল কিকে গোল আদায় করেন রদ্রিগেজ। এরপর বেটিসের কফিনে শেষ পেরেক ঠুঁকেন বেল। মাঝ মাঠে বল পেয়ে প্রতিপক্ষের কয়েকজন ফুটবলারকে কাটিয়ে দূরপাল্লার শটে গোল আদায় করেন হান্ড্রেড মিলিয়ন ম্যান।
এই জয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রিয়াল। দুই ম্যাচ খেলে চার পয়েন্ট তাদের। দুই ম্যাচ খেলে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে সেল্টা ডি ভিগো। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা বার্সা টেবিলের দুই নম্বরে। ভিয়ারিয়াল চারে, অ্যাটলেটিকো মাদ্রিদ ছয় নম্বরে।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








