News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০০, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ১৪:৫০, ১৮ জানুয়ারি ২০২০

রিলের সোনাও বোল্টের

রিলের সোনাও বোল্টের

ঢাকা: ওয়ার্ল্ড  অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ছেলেদের ১০০ ও ২০০ মিটারের ব্যক্তিগত ইভেন্টে নিজের দাপট দেখানোর পর ৪০০ মিটার দলীয় রিলেতেও স্বর্ণ জিতেছেন জ্যামাইকান উসাইন বোল্ট।

শনিবার বেইজিংয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩৭.৩৬ সেকেণ্ড সময় নিয়ে সবার আগে ল্যাপ শেষ করে জ্যামাইকা দল। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় দল হিসেবে ফিনিশিং লাইন স্পর্শ করে। কিন্তু তাদেরকে অযোগ্য ঘোষণা করা হয়। সেজন্য তৃতীয় দল হিসেবে দৌড় শেষ করা চীনের দখলে যায় রৌপ্য পদক, ব্রোঞ্জ পায় কানাডা।

তবে দুর্ভাগা বলতে হবে যুক্তরাজ্য দলকে। তারা ব্যাটন বদলের চতুর্থ ধাপ পর্যন্ত তৃতীয় স্থানে ছিল। কিন্তু সিজিনদু উজায়ের কাছ থেকে ঠিকঠাক ব্যাটন নিতে পারেননি জেমস এলিংটন। ফলে দৌড় শেষ করতে পারেনি তারা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়