ফারাহ’র ‘ট্রেবল ডাবল’
ঢাকা: ঐতিহাসিক ‘ট্রেবল ডাবল’ সম্পন্ন করলেন ব্রিটেনের মো ফারাহ।
শনিবার বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৫ হাজার মিটার ইভেন্টে সোনা জিতেছেন ৩২ বছর বয়সী দৌড়বিদ। কেনিয়ার এনডিকু ও ইথিওপিয়ার হাগোসকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন তিনি। ফারাহ এর আগে চলতি টুর্নামেন্টের ১০ হাজার মিটারেও সোনা জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন।
বেইজিং মাতানোর আগে ২০১৩ সালে মস্কোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও ৫ হাজার ও ১০ হাজার মিটারের দৌড়ে স্বর্ণপদক গলায় ঝোলান ফারাহ। তার আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ঘরের মাঠেও প্রিয় দুটি ইভেন্টে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন সোমালিয়ান বংশোদ্ভূত এ ব্রিটিশ।
এদিন ৫ হাজার মিটারের ফিনিশিং লাইন স্পর্শ করতে সাড়ে তেরো মিনিটের কিছু সময় বেশি নেন ফারাহ। সময় নেন ১৩ মিনিট ৫০.৩৮ সেকেণ্ড। একই ইভেন্টে রৌপ্য পদক জেতা এনডিকো তার থেকে ১.৩৭ সেকেণ্ড সময় বেশি নেন। প্রসঙ্গত, অলিম্পিক ও ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এটা ফারাহ’র টানা সপ্তম সাফল্য।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








