বিপিএলে পুরনো পাঁচের আশা শেষ
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে আগের পাঁচটি দলের ফ্রাঞ্চাইজি পাওয়ার আশা শেষ হয়ে গেছে।
বারবার তাগাদা দেওয়ার পরও নির্ধারিত সময়সীমার মধ্যে পাওনা পরিশোধ না করায় ঢাকা গ্লাডিয়েটর্স, দুরন্ত রাজশাহী, বরিশাল বার্নার্স, খুলনা রয়েল বেঙ্গল টাইগার্স এবং চিটাগং কিংসের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক জালাল ইউনুস জানালেন, পুরনোদের পাওনা পরিশোধের শেষ দিন ছিল ২৭ আগস্ট। কিন্তু সেই সময়ের মধ্যে কেবল রংপুর রাইডার্স ও সিলেট রয়েলস নিজেদের পাওনা পরিশোধ করেছে।
এর মধ্যে সিলেট পাওনা পরিশোধ ছাড়াও নতুন করে পে-অর্ডার ও ব্যাংক গ্যারান্টির টাকা বিসিবির কাছে জমা করেছে। রংপুর এখনও সেটা করেনি। কিন্তু তারপরও দুই দলেরই ফ্রাঞ্চাইজি পাওয়ার সুযোগ থাকছে।
জালাল ইউনুস আরও জানালেন পাওনা থাকা ফ্রাঞ্চাইজিগুলোকে নতুন করে সুযোগ দেওয়া হবে না। এদিন বিসিবি পরিচালক বললেন, “রংপুর ও সিলেট ছাড়া অন্যদের ফ্রাঞ্চাইজি পাওয়ার সুযোগ নেই। এই সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ দেখছি না।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








