ডাচ দলের নতুন অধিনায়ক রোবেন
ঢাকা: আগামী মাসে আইসল্যান্ড ও তুরস্কের বিপক্ষে ইউরো বাছাইয়ের আগে নতুন অধিনায়ক বেছে নিল নেদারল্যান্ডস ফুটবল দল। শুক্রবার ডাচদের নতুন কোচ ড্যানি ব্লিন্ড রবিন ভন পার্সির বদলে বায়ার্ন মিউনিখ ফুটবলার আরিয়েন রোবেনকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে।
এদিন ডাচ ফুটবল ফেডারেশন প্রকাশিত এক বিবৃতিতে ব্লিন্ড বলেন, “আমি ফুটবল গুণাবলীর ওপর ভিত্তি করে নতুন অধিনায়ক বেছে নেইনি। বরং পার্সি আর রোবেনের মধ্যে নেতৃত্বগুণ বিচার করতে চেয়েছি। এমন একজনকে খুঁজে নিতে চেয়েছি যে মাঠে একজন নেতা হিসেবে আবির্ভূত হতে পারবে। আমি খুব আনন্দিত যে রবিনকে (পার্সি) সহ-অধিনায়কত্বের প্রস্তাব দিলে সে তা গ্রহণ করেছে।”
গত দু বছর নেদারল্যান্ডস দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রবিন ভন পার্সি। ব্রাজিল বিশ্বকাপেও কমলা বাহিনীর নেতৃত্বের ভার ফেনারব্যাচ তারকার কাধেই ছিল। তবে নতুন কোচ দায়িত্ব নিয়েই নতুন অধিনায়ক বেছে নিল। প্রসঙ্গত, কিছুদিন আগেই গাস হিডিঙ্কের নিকট থেকে নেদারল্যান্ডস দলের কোচিংয়ের পদ অধিকার করেন ড্যানি ব্লিন্ড। আগামী বৃহস্পতিবার আমস্টারডামে আইস্যলান্ডের বিপক্ষে ইউরো বাছাইয়েই তার কোচিং অভিষেক হবে।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








