পাকিস্তান দলে ফিরতে আত্মবিশ্বাসী আজমল
ঢাকা: সন্দেহজনক বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মূল স্রোতে ফিরলেও পাকিস্তান দলে নিজের জায়গা ধরে রাখতে পারেননি অভিজ্ঞ সাঈদ আজমল। কিন্তু এটা নিয়ে খুব বেশি চিন্তা করতে চান না ৩৭ বছর বয়সী ফয়সালাবাদ স্পিনার। বরং পারফর্ম করে আবারও নিজের আসন পুনরুদ্ধার করতে আত্মবিশ্বাসী ডানহাতি অফস্পিনার।
টেস্টে ১৭৮ আর ওয়ানডেতে ১৮৩ উইকেট নেওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে আজমলের বোলিং নিয়ে প্রশ্ন ওঠে। আইসিসি শিগগির তাকে নিষিদ্ধ করে। এরপর বোলিং অ্যাকশন শুধরে আবারও ক্রিকেটে ফেরেন পাক স্পিনার। কিন্তু নিজের বোলিং ধার দেখাতে পারেননি। ফলশ্রুতিতে দ্রুত ছিঁটকে পড়েন পাকিস্তান জাতীয় দল থেকে।
এই অবস্থায় ফিসফাস করে প্রশ্ন উঠছে, ৩৭ বছর বয়সী আজমল আবারও কী আন্তর্জাতিক ক্রিকেটে বীরদর্পে ফিরতে পারবেন? লোকে যাই ভাবুক, পাক স্পিনার কিন্তু আত্মবিশ্বাসী। শুক্রবার এক সাক্ষাৎকারে আজমল বলছেন, “আমি আত্মবিশ্বাসী যে আবারও নিজ দেশের হয়ে খেলব এবং সমালোচকদের জবাব দিতে পারব।”
নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে
নিউজবাংলাদেশ.কম








