News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৭, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪২, ২০ জানুয়ারি ২০২০

সলদাদো জাদুতে ভিয়ারিয়ালের জয়

সলদাদো জাদুতে ভিয়ারিয়ালের জয়

ঢাকা: নতুন ঠিকানায় নাম লিখিয়ে মুগ্ধতা ছড়ানো অব্যাহত রেখেছেন স্প্যানিশ স্ট্রাইকার রবার্তো সলদাদো। শুক্রবার লা লিগার ম্যাচে তার জাদুকরী পারফরম্যান্সেই এস্পানিওলের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক ভিয়ারিয়াল।

২০১৩ সালে বড় অর্থের বিনিময়ে লা লিগার দল ভ্যালেন্সিয়া ছেড়ে ইংল্যান্ডের টটেনহামে নাম লিখিয়েছিলেন সলদাদো। কিন্তু সেখানে আলো ছড়াতে ব্যর্থ হয়ে আবারও দেশে ফেরেন স্প্যানিশ স্ট্রাইকার। তিন বছরের চুক্তিতে নাম লেখান ভিয়ারিয়ালে।

নতুন দলের হয়ে অভিষেকেই গোল করেছিলেন সলদাদো। রিয়াল বেটিসকে হারাতে দলের পক্ষে জয়সূচক গোলটি করেছিলেন ‘সোলজার’। এরপর লিগে নিজের দ্বিতীয় ম্যাচেও স্কোরবোর্ডে নাম তুললেন সলদাদো। বিরতি থেকে ফিরে দলকে সমতায় ফেরানোর পর পরের দুটি গোলেও অবদান রাখেন ৩০ বছর বয়সী স্ট্রাইকার।

ঘরের মাঠ এল মাদরিগালে খেলার পাঁচ মিনিটেই এস্পানিওলের ইকুয়েডরের স্ট্রাইকার ফিলিপ কাইসিডোর গোলে পিছিয়ে পড়ে ভিয়ারিয়াল। এরপর প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি। তবে বিরতি থেকে ফিরে খেলার ৬৭ মিনিটে সলদাদোর হাতেই সমতায় ফেরে স্বাগতিকরা। পরে সেডরিক বাকুমবার জোড়া গোলেও অবদান রাখেন ৩০ সাবেক ভ্যালেন্সিয়া অধিনায়ক।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ভিয়ারিয়াল। দুই ম্যাচ খেলে এক জয় ও এক ড্রতে চার পয়েন্ট ‘ইয়েলো সাবমেরিন’দের। দুই নম্বরে এইবার, তিন নম্বরে সেল্টা ভিগো। বার্সেলোনা আছে টেবিলের ছয় নম্বর স্থানে, রিয়াল মাদ্রিদ এগারো নম্বরে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়