আইসিসি চায় না টেস্ট বাঁচুক!
ঢাকা: উপমহাদেশের অন্যতম সেরা দুটি দলের মধ্যে টেস্ট খেলা হচ্ছে। এক পাশে তারকাখচিত ভারত, অন্যপাশে স্বাগতিক শ্রীলঙ্কা। অথচ কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্ট ম্যাচেও কলম্বোর পি সারা ওভালের ৭ হাজার আসন ভরে না। এই বিষয়টি বিস্মিত করে তুলেছে অর্জুনা রানাতুঙ্গাকে। আর এর জন্য আইসিসির দ্বিমুখী নীতিকেই দায়ী করছেন লঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা টেস্ট বাঁচাতে চায় কিনা সে বিষয়ে সন্দেহ আছে।
শুক্রবার এক সাক্ষাৎকারে রানাতুঙ্গা বলেন, “ক্রিকেটের অন্যতম সেরা দুটি দল পরস্পরের বিপক্ষে লড়ছে, তারা শ্বাসরুদ্ধকর ক্রিকেটও উপহার দিচ্ছে- কিন্তু তারপরও মাঠে দর্শক উপস্থিত হচ্ছে না। আমার সন্দেহ হয়, আইসিসির বর্তমান প্রশাসন টেস্ট বাঁচাতে চায় কিনা? আসলে তারা কেবল টাকাই উপার্জন করতে চায়। যা সংক্ষিপ্ত ভার্সনে অর্থাৎ, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আসছে। কিন্তু খুব শিগগির আইসিসি যদি এই নীতি বদল না করে তাহলে টেস্ট ক্রিকেটের কোনও ভবিষ্যত দেখিনা আমি।”
গত দশক থেকে ক্রিকেটের অধিকাংশ দলগুলো নিজ দেশের বাইরে গিয়ে অ্যাওয়ে সিরিজে টেস্ট জিততে পারছে না এই বিষয়টি নিয়েও দারুণ চিন্তিত রানাতুঙ্গা। বিষয়টি নিয়ে ৫১ বছর বয়সী সাবেক ক্রিকেটারের ভাষ্য, “অধিকাংশ ক্রিকেট বোর্ড যতো দ্রুত সম্ভব তাদের সিরিজগুলো শেষ করতে চায়। সেজন্য দলগুলো অ্যাওয়ে সিরিজে যথেষ্ট অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পায় না। সে কারণে বিদেশি কন্ডিশনে তারা অভ্যস্তও হতে পারে না। আর ঠিক সেই কারণেই ইদানিং অনেক বেশি একপেশে ম্যাচ দেখা যাচ্ছে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








