ইউরোপা লিগের গ্রুপ পর্বের সূচি চূড়ান্ত
ঢাকা: শুক্রবার মোনাকোয় উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের বিভিন্ন দলগুলোর গ্রুপ এবং সূচি চূড়ান্ত হয়েছে।
এদিন লটারি ভাগ্যে রুবিন কাজানের সঙ্গে এক গ্রুপে পড়ে লিভারপুল। ফলে ইউরোপার প্রাক পর্বেই রাশিয়া ভ্রমণ করতে হবে অলরেডদের। অন্যদিকে কারাবাগকে মোকাবেলার জন্য এশিয়ার আজারবাইজানে যেতে হবে আরেক ইংলিশ ক্লাব টটেনহামকে।
চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ থেকে ছিটকে পড়া সেল্টিকের প্রতিপক্ষ তুরস্কের ফেনারব্যাচ ও নরওয়ের ক্লাব মোলডে। প্রসঙ্গত, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইউরোপা লিগের গ্রুপ পর্ব। যখন গ্রুপ পর্বে প্রত্যেকটি দল ছয়টি করে ম্যাচ খেলবে।
ইউরোপা লিগের গ্রুপিং:
গ্রুপ ‘এ’: আয়াক্স, সেল্টিক, ফেনারব্যাচ ও মোলডে।
গ্রুপ ‘বি’: রুবিন কাজান, লিভারপুল, বোর্দে ও এফসি সিওন।
গ্রুপ ‘সি’: বরুশিয়া ডর্টমুন্ড, পোক, ক্রাননোডর ও গাবালা।
গ্রুপ ‘ডি’: নাপোলি, ব্রাগ, ওয়ারশ ও মিটটিওল্ড।
গ্রুপ ‘ই’: ভিয়ারিয়াল, ভিক্টোরিয়া প্লাজেন, ভিয়েনা ও ডায়নামো মিনস্ক।
গ্রুপ ‘এফ’: মার্শেই, ব্রাগ, স্লোভান ও গ্রোনিনজেন।
গ্রুপ ‘জি’: ডিনোপ্রো, লাজিও, সেইন্ট এটিনে ও রোসেনবুর্গ।
গ্রুপ ‘এইচ’: লিসবন, বেসিকতাস, মস্কো ও স্কেনেডারবু।
গ্রুপ ‘আই’: বাসেল, ফিওরেন্টিনা, লেক পোজনান ও বেলেনেনসেস।
গ্রুপ ‘জে’: টটেনহাম, আন্ডারলেখত, মোনাকো ও কুরাবাগ
গ্রুপ ‘কে’: শালকে, অ্যাপোয়েল, স্পার্টা প্রাগ ও ত্রিপোলিস।
গ্রুপ ‘এল’: বিলবাও, আলকামার, অসবুর্গ ও বেলগ্রেড।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








