News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৮, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪২, ২০ জানুয়ারি ২০২০

ছয় ওভার, ছয় মেডেন, চার উইকেট!

ছয় ওভার, ছয় মেডেন, চার উইকেট!

ঢাকা: দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট ম্যাচে অবিশ্বাস্য বোলিং করে দলকে ইনিংস ও ৮১ রানের ব্যবধানে জিতিয়েছেন ভারতীয় ‘এ’ দলের স্পিনার অক্ষর প্যাটেল। ছয় ওভার বল করে ছয়টি মেডেন নিয়ে চার উইকেট শিকার করেন গুজরাটের ২১ বছর বয়সী ক্রিকেটার।

কেরালার কৃষ্ণগিরি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সফরকারী দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের প্রথম ইনিংসে ৮৯.৫ ওভার ব্যাট করে ২৬০ রানে অলআউট হয়। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৮ উইকেটে ৪১৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ডেন ভিয়াস বাহিনী। কিন্তু ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেলের তোপে পড়ে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। মাত্র ৩১.৪ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। ফলে ৮১ রান ও ইনিংস ব্যবধানে জয় পায় আম্বাতি রায়ডুর দল।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ছয় ওভার বল করে ছয় মেডেন নিয়ে চার উইকেট শিকারের পাশাপাশি প্রথম ইনিংসেও পাঁচটি উইকেট শিকার করেছিলেন অক্ষর। যা তার দলকে ২ ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে পাইয়ে দেয়। উল্লেখ্য, এর আগে দু দলের প্রথম আনঅফিশিয়াল টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়