আর্জেন্টিনা ছাড়ব কখনোই বলিনি: মেসি
ঢাকা: বিশ্বকাপ ফাইনালের পর কোপা আমেরিকা বিপর্যয়। টানা দুই ফাইনাল হারে নিজ দেশ আর্জেন্টিনায় লিওনেল মেসিকে নিয়ে সমালোচনা বাড়ছিল। এই অবস্থায় অনেকে বলছিলেন হয়তো ‘বিরক্ত’ মেসি জাতীয় দল থেকে দীর্ঘদিনের জন্য বিরতি নেবেন। তবে ইউরোপের সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পর সব গুঞ্জন ওড়ালেন এমএলটেন।
বৃহস্পতিবার ইএসপিএন রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমি কখনোই বলিনি যে আর্জেন্টিনা ছাড়তে যাচ্ছি কিংবা আর্জেন্টিনার হয়ে আর কখনোই খেলব না। অথচ গণমাধ্যমে এমন কথা চাউর হয়ে গেছে। সবাইকে একটি কথাই বলতে চাই কোচ আমাকে যতোদিন চাইবে, ততোদিন খেলে যাব।”
আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচে মেক্সিকো ও বলিভিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচের জন্য ২৮ বছর বয়সী বার্সেলোনা প্রাণভোমারাকে ডেকে পাঠিয়েছেন আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো। প্রসঙ্গত, মেসি আর্জেন্টিনার হয়ে ১০৩ ম্যাচে ৪৬ গোল করেছেন। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে আর দশটি গোল প্রয়োজন টানা চারবারের বর্ষসেরা ফুটবলারের। ৫৫ গোল নিয়ে সবার ওপরে গ্যাব্রিয়েল বাতিস্তুতা।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








