News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৪, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ১২:০৬, ৩১ জানুয়ারি ২০২০

টেস্টের তৃতীয় সেরা স্পিনার সাকিব

টেস্টের তৃতীয় সেরা স্পিনার সাকিব

ঢাকা: সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে টেস্টের সেরা স্পিনার বাছতে একটি ভোটের আয়োজন করেছিল। সেই ভোটাভুটিতে দীর্ঘতম ফরম্যাটের তৃতীয় সেরা স্পিনার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

প্রায় ২২ ঘণ্টা আগে ক্রিকইনফো তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বর্তমান প্রজন্মের টেস্ট সেরা স্পিনার ভোটাভুটির ফলাফল প্রকাশ করে। সেই ভোটে ৩১ শতাংশ ভোট পেয়ে টেস্ট ক্রিকেটের সেরা স্পিনার নির্বাচিত হন পাকিস্তানের ইয়াসির শাহ। ২৩ শতাংশ ভোট পেয়ে সাদা পোশাকের ক্রিকেটের দ্বিতীয় সেরা স্পিনারের আসন দখল করেন ভারতের রবিচন্দন অশ্বিন।

এরপর ২১ শতাংশ ভোট পেয়ে বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সেরা লেগ স্পিনার নির্বাচিত হন তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। এই তালিকার চতুর্থ স্থানে গল টেস্টে বিস্ফোরক বোলিং করা শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। ১৬ শতাংশ ভোট পেয়েছেন অভিজ্ঞ ডানহাতি। আর ৯ শতাংশ ভোট পেয়ে টেস্টের পঞ্চম সেরা স্পিনার  অস্ট্রেলিয়ার নাথান লায়ন।

নিউজবাংলাদেশ.কম/এফকে

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়