লন্ডনে ফিফটি-ফিফটি বোল্ট
ঢাকা: নিশ্চয়তা দিতে পারলেন না উসাইন বোল্ট। লন্ডনে ২০১৭ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দৌড়াবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চত নন জ্যামাইকান বজ্র বিদ্যুত। কারণ, দিন দিন অ্যাথলেটিকসে নাকি আনন্দ হারাচ্ছেন বিশ্বের দ্রুততম মানব!
বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারের সোনা জিতে ডাবল স্পর্শ করার পর বোল্ট জানালেন, ২০১৬ সালের রিও ডি অলিম্পিকে দৌড়াতে পারেন তিনি। কিন্তু তারও এক বছর বাদে লন্ডনের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে শঙ্কা রয়েছে তার।
১০টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেতাব জেতা বোল্ট এদিন বললেন, “আমি তো দৌড়াতেই চাই। কিন্তু আমার মনে হচ্ছে দিন দিন স্প্রিন্টের প্রতি আগ্রহ কমে যাচ্ছে আমার।” ২৯ বছর বয়সী তারকা আরও যোগ করেন, “স্প্রিন্টকে এখন আর খুব বেশি উপভোগ করতে পারছি না। এর কারণে প্রচুর ত্যাগ করতে হচ্ছে আমায়।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








