News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৯, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:১৪, ১৮ জানুয়ারি ২০২০

বাংলাদেশে আসার আগেই অবসরে যাচ্ছেন ক্লার্ক

বাংলাদেশে আসার আগেই অবসরে যাচ্ছেন ক্লার্ক

ঢাকা: ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে রিকি পন্টিংয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন মাইকেল ক্লার্ক। আরেকটি বাংলাদেশ সফরের আগেই ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।

ঘরের মাঠে ইংলিশদের কাছে চতুর্থ টেস্টে ইনিংস ৭৮ রানে লজ্জার হার, এক টেস্ট হাতে রেখেই ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর এ ঘোষণা দেন ক্লার্ক। সিরিজের শেষ ও পঞ্চম অ্যাশেজ টেস্টের পরই অবসরে যাচ্ছেন এই ৩৪ বছর বয়সী।

অথচ এই ক্লার্কের নেতৃত্বেই কয়েক দিন পর বাংলাদেশ সফরে আসার কথা ছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কাকতালীয় ভাবে বাংলাদেশ সফরেই দলের অধিনায়ক স্টিভেন স্মিথ হবেন অজিদের অধিনায়ক।

এর আগে, ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার সামনে অসহায় আত্মসর্মপণ করে অস্ট্রেলিয়া। ইনিংস ও ৭৮ রানে ম্যাচ হারের সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজও খোঁয়ালো তারা। মাঠের এসব নেতিবাচক কর্মকাণ্ডের ফলাফলটা সহজাতভাবে নেতা হিসেবে মাইকেল ক্লার্কের উপরই ভর করলো।

শনিবার হারের পর সংবাদ সম্মেলনে ক্লার্ক ঘোষণা দেন, “আমার হাতে আর একটি টেস্ট আছে, আর এটাই হবে আমার ক্যারিয়ারের শেষ। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমি এখনই জাহাজে ঝাঁপ দিতে চাই না। ছেলেদের ছেড়ে যেতে চাই না। তাই আমি ওভালে শেষ টেস্ট খেলবো এবং এটাই সঠিক সময়।”

৩৪ বছর বয়সী অস্ট্রেলিয়ার ক্রিকেটার ১১৪টি টেস্ট ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। এতে ৮ হাজার ৬২৮ রান করেছেন তিনি। যাতে ২৮টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। এছাড়া ২৪৫ ওয়ানডে খেলেছেন ক্লার্ক। ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার নয়শত ৮১ রান করেছেন। যাতে ৮টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। আর দেশের হয়ে ৩৪টি টি-টোয়ন্টি ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৪৮৮ রান।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়