অজিদের কাঁদিয়ে ইনিংস ও ৭৮ রানে ইংলিশদের জয়
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে এক টেস্ট হাতে রেখেই মর্যাদাপূর্ণ অ্যাশেজ টেস্ট সিরিজ জিতলো ইংল্যান্ড। টেন্ট ব্রিজে চতুর্থ অ্যাশেজ টেস্টে তৃতীয় দিন অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৭৮ রানে হারায় ইংল্যান্ড।
সিরিজের প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টে জয় পায় অজিরা। এরপর তৃতীয় টেস্ট জিতে ২-১ কে এগিয়ে যায় ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজে চতুর্থ টেস্ট জিতে এক টেস্ট হাতে রেখেই ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিলো ইংলিশরা।
চতুর্থ টেস্টে স্বাগতিকরা অজিদের সঙ্গে মাত্র আড়াই দিন খেলে ইনিংস ও ৭৮ রানের বিশাল জয় তুলে নেয়। অবশ্য চতুর্থ টেস্টের ফয়সালা হয়ে যাওয়ায় এক আসর পর অ্যাশেজের মুকুট ফিরে পেল অ্যালিস্টার কুক বাহিনী।
অ্যাশেজ টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিনে ইংলিশদের বোলিং তোপে মাত্র ১৮.৩ ওভারে ৬০ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩১ রানে লিড নেন ইংলিশরা। বিশাল রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেন স্বাগতিকরা।
সমতায় ফেরার ম্যাচে দারুণভাবে ব্যার্থ হয়ে ইংলিশদের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ২৫৩ রানে গুটিয়ে যায় অজিরা। ফলে ইনিংস ও ৭৮ রানে জয় পায় ইংল্যান্ড।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








