News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪০, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:১৪, ১৮ জানুয়ারি ২০২০

সাতক্ষীরায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মুস্তাফিজ

সাতক্ষীরায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মুস্তাফিজ

ঢাকা: বিশ্বক্রিকেটে দাপুটে পেসারের নাম বাংলাদেশের কাটার মুস্তাফিজ। দেশের ১৬ কোটি মানুষের কাছেও উজ্জ্বল নক্ষত্র। চার মাস আগের সাধারণ ছেলেটি এখন আন্তর্জাতিক ক্রিকেট তারকা। সাধারণ তরুণ থেকে তারকা ক্রিকেটার হয়ে গ্রামে ফিরছেন তিনি।

মুস্তাফিজের ফেরার খবরে তার গ্রামবাসীর মধ্যে ঈদের আনন্দের চেয়েও বেশি উৎসাহ আর উন্মাদনা ছিল। ঢাকা থেকে শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছায় মুস্তাফিজকে বহন করা প্লেনটি। এসময় চারটি মাইক্রোবাস, একটি বড় বাস, দুটি প্রাইভেট কারে যাওয়া তার ভাই, শিক্ষক-শিক্ষিকা, গ্রামবাসীসহ ক্রীড়ামোদীরা মুস্তাফিজকে বরণ করতে বিমান বন্দরে উপস্থিত হয়েছিলেন। জিন্স আর সাদা-কালো টিশার্ট পরা সাতক্ষীরার গৌরব মুস্তাফিজকে হাজার হাজার মানুষ ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।

যশোর বিমানবন্দর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সাতক্ষীরার কালীঞ্জের তেতুলিয়ায় তার বাড়ি। বিমান বন্দর থেকে বাড়ির পথে যাত্রায় রাস্তাজুড়েই ছিল বিশাল গাড়িবহর। এসময় মুস্তাফিজকে সাতক্ষীরা সার্কিট হাউজে অভ্যর্থনা দেওয়া হয়। সেখান থেকে প্রায় ৪০ কিলোমিটারের দূরে তার গ্রামের বাড়ি।

গ্রামের বাড়িতে যাত্রার পথে এতো আয়োজন ছিল তা নিজেও হয়তো কল্পনা করেননি ক্রিকেটের নতুন এ বিস্ময়। রাস্তাজুড়ে বিভিন্নভাবে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তার বহর পারুলিয়া পৌঁছালে থামিয়ে মিষ্টি খাওয়ানো হয় তাকে।

রাস্তার মোড়ে মোড়ে হাজার হাজার মানুষ। আনন্দে ফোটানো হয় একের পর এক আতশবাজি। পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তাদের প্রিয় ক্রিকেটারকে এক পলক দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ।

নতুন মুস্তাফিজকের একনজর দেখার জন্য রাস্তার দুপাশে হাজারো মানুষের ঢল নেমে আসবে এমনটা হয়তো নিজেও কখনও কল্পনা করেনি তিনি। গ্রামের বাড়ির আগেই পথে নলতা আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তাৎক্ষণিকভাবে আয়োজন করা হয় একটি সংবর্ধনা। সেখানে স্বল্প সময়ের মধ্যেই ভিড় করেন অসংখ্য মানুষ। চার মাস আগেও যে মুস্তাফিজকে এলাকাবাসী তাকে ঠিকমতো চিনতো না এখন সেই মুস্তাফিজকে চেনে সারা বিশ্ব। নিজের যোগ্যতা, দক্ষতার প্রমাণ দিয়ে আজ দেশের গর্ব মুস্তাফিজ।

ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই বিশ্বরেকর্ড। এরপর প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেন তিনি। ‘কাটার রাজা’ খ্যাত এই ক্রিকেট বিস্ময় নিজ গ্রামে প্রত্যাবর্তন করছেন ঠিক রাজকীয়ভাবেই।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়