News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৭, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ১৫:২২, ১৫ ফেব্রুয়ারি ২০২০

রাশিয়া বিশ্বকাপে অর্থনৈতিক মন্দার ধাক্কা

রাশিয়া বিশ্বকাপে অর্থনৈতিক মন্দার ধাক্কা

ঢাকা: অর্থনৈতিক মন্দার কারণে দ্বিতীয় দফায় ২০১৮ সালের ফিফা বিশ্বকাপের ব্যয় কমাচ্ছে আয়োজক রাশিয়া। ব্যয়ের খাতা থেকে প্রায় ২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার ছেটে ফেলছে টুর্নামেন্টের আয়োজক কমিটি।

গত জুনে প্রথম দফায় ২০১৮ বিশ্বকাপ বাজেট থেকে ৩০ বিলিয়ন রুবল বা ৫৬০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় কমানোর ঘোষণা দিয়েছিল রাশিয়া সরকার। সেই পদক্ষেপের প্রধান কারণ ছিল, বছরের শুরুতে রাশিয়ার খেলাধুলা ও ভ্রমণ বিষয়ক মন্ত্রী ভিতালি মুটকো বিশ্বকাপ আয়োজনের ব্যয় ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছিলেন।

প্রাথমিকভাবে ২০১৮ বিশ্বকাপ আয়োজনের জন্য ৬৩০ বিলিয়ন রুবল বা ১০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের চিন্তাভাবনা করেছিল রাশিয়া সরকার। কিন্তু আন্তর্জাতিক বাজারে রুবলের (রাশিয়ান টাকা) মান কমে যাওয়ায় ব্যয় নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করতে হচ্ছে বিশ্বকাপ আয়োজক কমিটিকে।

বিশাল এই অর্থ হোটেলের অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট ও বিমানবন্দর নির্মাণে ব্যয় করার কথা ছিল। কিন্তু ব্যয় সংকোচনে তা এখন বাধাগ্রস্ত হচ্ছে। যদিও অর্থনৈতিক মন্দা সত্ত্বেও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাতিমির পুতিন ফুটবলযজ্ঞকে জাকজমকের সঙ্গে আয়োজনের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষকে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়