News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২২, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ০১:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০২০

ইউনিসের সাফল্যে দ্রাবিড়ের হাত

ইউনিসের সাফল্যে দ্রাবিড়ের হাত

ঢাকা: ঋণ স্বীকার করলেন ইউনিস খান। জানালেন, তিন নম্বর পজিশটে ব্যাট হাতে তার সফলতার পেছনে অনেকখানি কৃতিত্ব ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের। যদিও তারা দুই চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের সদস্য।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ইউনিস বলেন, “ক্যারিয়ারের গোড়ার দিকে ব্যাটিং বিষয়ে রাহুল দ্রাবিড়ের নিকট থেকে কিছু টিপস পেয়েছিলাম। তার সেই পরামর্শ আমায় একজন শীর্ষ ব্যাটসম্যান হতে দারুণ সাহায্য করেছে।”

ব্যাটিং নিয়ে দ্রাবিড়ের সাথে কয়বার কথা হয়েছে এমন এক প্রশ্নে ইউনিস আরও বলেন, “একবার অ্যাওয়ে সিরিজ খেলতে গিয়ে দ্রাবিড়ের সাথে প্রথম কথা বলেছিলাম। তবে এর পরেও ব্যাটিং নিয়ে কয়েকবার তার সঙ্গে কথা বলেছি। তা আমাকে আরও পরিণত করেছে, ব্যাটিংয়ে থিতু হতে শিখিয়েছে।”

দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই ২০ ওভারি ক্রিকেট ছাড়া নিয়ে ইউনিসের বক্তব্য, “আমি এখনও বিশ্বাস করি টি-টোয়েন্টি হলো তরুণদের খেলা। ঠিক সেই কারণেই ইংল্যান্ডে বিশ্বকাপ জেতার পরই ফরম্যাটটি থেকে সরে দাঁড়াই আমি।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়