News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৫, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ২০:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০

রিও অলিম্পিকের কাউন্টডাউন শুরু

রিও অলিম্পিকের কাউন্টডাউন শুরু

ঢাকা: বুধবার ২০১৬ সালের রিও অলিম্পিকের এক বছর মেয়াদী কাউন্টডাউন শুরু হয়েছে। আগামী বছরের গ্রীষ্মের টুর্নামেন্টে বিশ্বকে চমকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রিও শহরের মেয়র ও টুর্নামেন্টের আয়োজক কমিটি।

এদিন রিও ডি জেনিরো শহরের মেয়র এডুয়ার্ডো পেস অলিম্পিক পার্কের নিকটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, “সকল নির্মাণ কাজ যথা সময়েই শেষ হবে। আমাদের হাতে আরও ১২ মাস সময় আছে। সেই সময়ের মধ্যেই দীর্ঘ ম্যারাথন শেষ করতে চাই।”

অলিম্পিক পার্ক পরিদর্শনকালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাক আয়োজকদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আর ব্রাজিলের প্রধানমন্ত্রী দিলমা রৌসেফ আশা প্রকাশ করেন, ২০১৬ সালে বিশ্বকে প্রচুর বিস্ময় উপহার দিতে পারবে তার দেশ।

আগামী বছরের ৫ আগস্ট অলিম্পিক মশাল তার দীর্ঘ পরিক্রমা শেষ করে ব্রাজিলে পৌঁছাবে। প্রথা মেনে গোটা বিশ্ব ভ্রমণ শেষেই স্বাগতিক দেশে পৌঁছাবে মশালটি। যখন ব্রাজিলের ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে গিয়ে ওই মশালে আগুন জ্বালিয়ে পর্দা উন্মোচন করা হবে রিও অলিম্পিকের।

২০১৬ সালের আসরটিতে বিশ্বের ২০৬টি দেশের  সাড়ে দশ হাজার অ্যাথলেট ৪২টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৭ দিন চলবে সেই আসর। নতুন দেশ হিসেবে রিও অলিম্পিকে অংশ নেবে আফ্রিকার দেশ দক্ষিণ সুদান।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়