News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:২১, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ১৬:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২০

জিদানের পর মেসির ঢুঁস

জিদানের পর মেসির ঢুঁস

ঢাকা: ফুটবল রূপকথার অংশ জিনেদিন জিদানের সেই ঢুঁস। ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ইতালির মার্কো মাতেরাজ্জিকে বিরূপ অভ্যর্থনা জানিয়েছিলেন ফরাসি কিংবদন্তি। এবার একই ঘটনা উপহার দিলেন লিওনেল মেসিও।

বুধবার গাম্পার ট্রফির ফাইনালে রোমাকে ৩-০ গোলে হারানোর ম্যাচে মাপু ইয়াঙ্গা এমবিয়াকে ঢুঁস মারেন টানা চারবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। যদিও শেষ পর্যন্ত লাল কার্ড থেকে বেঁচে যান মেসি। আর বিতর্কিত ঘটনার কয়েক মিনিট বাদে নিজে গোলও তুলে নেন।

ঘটনার সূত্রপাত একটি হেড দেওয়াকে কেন্দ্র করে। প্রথমার্ধের বিরতির কিছুক্ষণ আগে মাপু ইয়াঙ্গা হেড দিতে গিয়ে মেসির মাথায় আঘাত করে বসেন। বিষয়টি ভালো লাগেনি আর্জেন্টাইন অধিনায়কের। তাই ফরাসি ডিফেন্ডারের কাছে বিষয়টির ব্যাখ্যা চান বার্সা প্রাণ ভোমরা। কিন্তু মেসির প্রশ্নের সদ্যুত্তর না দিয়ে তাকে কটূক্তি করে বসেন ফরাসি ডিফেন্ডার।

তখন মেজাজ হারানো মেসি মাপু ইয়াঙ্গাকে ঢুঁস মারেন। পরে তার টুঁটিও চেপে ধরেন। পরে পরিস্তিতি নিয়ন্ত্রণে সামনে আসেন স্প্যানিশ রেফারি হাভিয়ের এসট্রাডা ও রোমার এক খেলোয়াড়। তারা মেসি ও ইয়াঙ্গাকে আলাদা করেন। এরপর মেসিকে হলুদ কার্ড দেখিয়ে সাবধান করে দেন রেফারি।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়