News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৯, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ১৯:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২০

দুই সপ্তাহ মাঠের বাইরে আলবা

দুই সপ্তাহ মাঠের বাইরে আলবা

ঢাকা: বুধবার গাম্পার ট্রফি জয়ের দিনে ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার লেফটব্যাক জর্ডি আলবা। কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ ফুটবলারকে। এদিন বার্সার ওয়েবসাইট নিশ্চিত করেছে বিষয়টি।

রোমার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে ডান পেশিতে চোট পান আলবা। এই চোটের কারণে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের দুটি লেগই মিস করবেন ২৬ বছর বয়সী ফুটবলার। যদিও তার চোট গুরুতর নয় বলে জানিয়েছে দলের ডাক্তাররা।

বুধবার মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক ক্ষুদে বার্তায় এফসি বার্সেলোনা লিখে, ১০ থেকে ১৫ দিন মাঠে খেলতে পারবেন না আলবা। শিগগির তার ইনজুরির আপডেট জানানো হবে। (Jordi Alba will be out 10–15 days. More information soon at http://fcbarcelona.com  #FCBLive)।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়