রিয়ালকে হারিয়ে বায়ার্নের শিরোপা জয়
ঢাকা: শেষ মুহূর্তের গোলে কপাল পুড়লো রিয়াল মাদ্রিদের। বুধবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত অডি কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদো-সার্জিও রামোসরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় ৭০ হাজার দর্শকের সামনে খেলার দুই মিনিট বাকি থাকতে গোল হজম করে লস ব্লাঙ্কোসরা। স্বাগতিকদের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি খেলার ৮৮ মিনিটে অচলাবস্থা ভেঙে দলকে শিরোপা উপহার দেন।
অডি কাপের দ্বিতীয় সেমিতে ইতালিয়ান দৈত্য এসি মিলানকে ৩-০ গোলে পরাস্ত করেছিল বায়ার্ন। কিন্তু ভাঙা-চোরা রিয়ালের বিপক্ষে জার্মান চ্যাম্পিয়নদের জয়টা সহজ হয়নি। যদিও এদিন লস ব্লাঙ্কোসদের পক্ষে মাঠে নামেননি গ্যারেথ বেল ও হামেস রদ্রিগেজরা। চোটগ্রস্ত ছিলেন সিআরসেভেনও।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








