News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৮, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ১২:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০২০

মেসি-নেইমার নৈপুণ্যে গাম্পার ট্রফি বার্সার

মেসি-নেইমার নৈপুণ্যে গাম্পার ট্রফি বার্সার

ঢাকা: প্রাক মৌসুম প্রস্তুতিতে ছন্দে ফিরতে পারছিল না বার্সেলোনা। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে এলএ গ্যালাক্সিকে হারানোর পর টানা তিন ম্যাচ হারে কাতালনরা। কিন্তু দলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও নেইমার ফিরতেই স্বরূপে বার্সা। বুধবার গাম্পার ট্রফির ফাইনালে ইতালির দল রোমাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রায় ৯৫ হাজার দর্শকের উপস্থিতিতে বার্সাকে জয় উপহার দেওয়ার তিন কুশিলব হলেন আর্জেন্টাইন সেনসেশন লিওনেল মেসি, ব্রাজিল তারকা নেইমার ও ইভান রাকিটিচ। এর মধ্যে প্রথমার্ধেই দুই গোল তুলে নেয় লাতিন আমেরিকান দ্বিমুখ। আর বিরতি থেকে ফিরে দলের তৃতীয় গোলটি ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচের পা থেকে।

এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বার্সা দাপট দেখালেও গোলের জন্য ২৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। আর যথারীতি গোলের উৎসমুখে দুই লাতিন আমেরিকান। খেলার অর্ধ ঘণ্টার কাছাকাছি সময়ে মাঝমাঠ থেকে উচু একটি বল বাড়ান মেসি। সেই ক্রসটি গিয়ে পড়ে জেরেমি ম্যাথুউয়ের পায়ে। হালকা ছোঁয়ায় তা নেইমারের কাছে হস্তান্তর করেন ফ্রান্স ইন্টারন্যাশনাল। গোলকিপারকে বিভ্রান্ত করে তা থেকে গোল তুলে নেন ব্রাজিলের নাম্বার টেন।

বার্সার দ্বিতীয় গোলটি আসে খেলার ৪১ মিনিটে। মেসি-নেইমারের দারুণ বোঝাপড়ায় স্কোরলাইন ২-০ হয়। লুইস সুয়ারেজের প্রতিআক্রমণের পর নেইমারের নিকট থেকে বল পেয়ে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ক্ষুদে যাদুকর। এরপর বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের রক্ষণের ভুলে বল পেয়ে দূরপাল্লার শটে কাতালনদের তৃতীয় গোলের স্বস্তি উপহার দেন রাকিটিচ।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়