করাচিতে আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি
ঢাকা: প্রাণে রক্ষা পেলেন ওয়াসিম আকরাম। বুধবার করাচিতে সাবেক পাকিস্তানি ক্রিকেটারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। তবে আকরামের গায়ে কোনও গুলি লাগেনি। পুরোপুরি অক্ষত আছেন ‘কিং অব সুইং’।
বুধবার বিকেলে করাচির একটি বোলিং ক্যাম্পে যাচ্ছিলেন আকরাম। কিন্তু স্টেডিয়ামে পৌঁছার পূর্বেই দূর্ঘটনার শিকার হন বাঁহাতি পেসার। পথে আকরামের গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে আরেকটি গাড়ি। ঘটনা সেখানেই থেমে থাকেনি। এরপর সেই গাড়ি থেকে এক ব্যক্তি নিচে নেমে আসেন এবং আকরামকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে ভাগ্য ভাল যে সেই গুলি কিংবদিন্ত পেসারকে ছুঁতে পারেনি।
এদিকে করাচি পুলিশের একটি সূত্র জানিয়েছে, আরেকটি গাড়ি আরোহীর সাথে আকরামের তর্কাতর্কির পর তিনি আক্রান্ত হয়েছিলেন। তবে সাবেক পাকিস্তান অধিনায়কের অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে তারা আততায়ীকে শনাক্ত করার চেষ্টা করছে।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








