News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৮, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৭, ১৯ জানুয়ারি ২০২০

অস্ট্রেলিয়া সিরিজ আরও কঠিন হবে: মুশফিক

অস্ট্রেলিয়া সিরিজ আরও কঠিন হবে: মুশফিক

ঢাকা: ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের পর থেকেই স্বপ্নের দৌড় অব্যাহত রয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। একে একে হারিয়েছে জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজটা সহজ হবে না বলে মনে করছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

বুধবার বনানীতে একটি হোটেলে মুশফিক বলেন, “আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছি। এ দুটি জয়ের চেয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় আমার দৃষ্টিতে সেরা। কারণ টানা তিন ম্যাচ হারের পর আমরা পোটিয়াদের হারিয়েছি। এটা আমাদের জন্য বিশাল বড় এক অর্জন।”

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে মুশফিকের ভাষ্য, “দক্ষিণ আফ্রিকা সিরিজের চেয়ে অস্ট্রেলিয়া সিরিজ কঠিন হবে। কারণ, অস্ট্রেলিয়া যেকোন কন্ডিশনে গিয়ে নিজেদের মানিয়ে নিতে পারে। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজের চেয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ কঠিন হবে বলে মনে হচ্ছে আমার।”

সেপ্টেম্বরের সেই সিরিজে বাংলাদেশ দলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মুশফিক বলেন, “আমরা নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। অস্ট্রেলিয়া সিরিজের আগে ২১ তারিখ থেকে ক্যাম্পিং শুরু হবে। আশা করছি সবাই নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে।”

সাত মাসের ব্যস্ত ক্রিকেটসূচির পর দীর্ঘ ফুরসত পাওয়া নিয়ে মুশফিক বলেন,“অনেক দিন ধরে টানা ক্রিকেটের মধ্য দিয়ে যাচ্ছি। তাই এই ছুটিতে দলের সবাইকে নিজের বাবা-মা ও পরিবারের সাথে সময় কাটাতে পরামর্শ দেব। যাতে মনকে হালকা করে আবারও ক্রিকেটে ফেরা যায়। ঈদে আমি গ্রামের বাড়িতে যেতে পারিনি। তাই দু-এক দিনের মধ্যেই বগুড়া যাব। সেখানে বেশ কিছুদিন থাকব।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়