News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৮, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৭, ১৯ জানুয়ারি ২০২০

সৌম্যদের লেখাপড়ায় ফিরিয়েছেন মুশফিক

সৌম্যদের লেখাপড়ায় ফিরিয়েছেন মুশফিক

ঢাকা: মাঠের মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের এক ‘রান মেশিন’। কিন্তু মাঠের বাইরের মুশফিক সম্পূর্ণ আলাদা। এক স্বপ্নদ্রষ্টা, কিংবা স্বপ্নের ফেরিওয়ালা। তাই আগামী প্রজন্মকে ক্রিকেটের পাশাপাশি পড়ালেখায় মনযোগী হওয়ার পরামর্শ দিলেন বাংলাদেশের টেস্ট দলের এ অধিনায়ক।

শুধু তাই নয়, লেখাপড়ার গুরুত্বের কথা বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে ফের লেখাপড়ায় ফিরিয়েছেন মুশফিক। এই তালিকায় আছেন সৌম্য সরকার ও এনামুল হক বিজয়ের মতো কয়েকজন ক্রিকেটার। এছাড়া আরও কয়েকজন উঠতি ক্রিকেটারও রয়েছেন।

এদিন রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, “ক্রিকেটের পাশাপাশি পড়ালেখাও কম গুরুত্বপূর্ণ নয়। ভালো ক্রিকেটার হওয়ার জন্য লেখাপড়ারও প্রয়োজন আছে। পড়ালেখা বাদ দিয়ে শুধু ক্রিকেট খেলা উচিত নয়। শিক্ষা থাকলে তা মাঠে ও মাঠের বাইরে অনেক সাহায্য করে। এই কারণেই দলের তরুণ ক্রিকেটারদেরকে পড়ালেখা করার প্রতি অনুরোধ জানাচ্ছি।”

মুশফিক আরও যোগ করেন, “আমি ইতিমধ্যেই দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে ফের পড়ালেখা চালিয়ে যেতে বলেছি। তাদের মধ্যে এনামুল হক বিজয়, সৌম্য সরকার ছাড়াও বেশ কয়েকজন ফের পড়ালেখা শুরু করেছে।”

নিজের উচ্চশিক্ষা বিষয়ে মুশফিক বলেন, “আমার উচ্চশিক্ষার জন্য বাবা-মাকে ধন্যবাদ। তারা আমাকে সবসময় পড়ালেখার সাথে খেলা চালিয়ে যেতে বলেছেন। আর লেখাপড়ার কারণেই মাঠে ও মাঠের বাইরে অনেক সুবিধা পেয়েছি আমি। আসলে খেলোয়াড়ি জীবন মাত্র কয়েক বছরের, কিন্তু লেখাপড়া সারা জীবনের। তাই আমি তরুণদের লেখাপড়ার প্রতি গুরুত্ব দেওয়ার অনুরোধ করছি।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়