News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৫, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৭, ১৯ জানুয়ারি ২০২০

সেপ্টেম্বরে প্রীতিম্যাচ খেলবে ব্রাজিল-কোস্টারিকা

সেপ্টেম্বরে প্রীতিম্যাচ খেলবে ব্রাজিল-কোস্টারিকা

ঢাকা: আগামী ৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি আন্তর্জাতিক প্রীতিম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও কোস্টারিকা। মঙ্গলবার এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (বিএফএফ) বিষয়টি নিশ্চিত করেছে।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের সময় রেড বুল অ্যারেনায় কোস্টারিকার বিপক্ষে দ্বৈরথের তিনদিন পর ম্যাসাচুসেটচের জিলেট স্টেডিয়ামে স্বাগতিক দলেরও মুখোমুখি হবে ‘দ্য সাম্বা’রা। এর আগে ২০১১ সালে ব্রাজিল ও কোস্টারিকা সর্বশেষ মুখোমুখি হয়েছিল। সানজোসের সেই ম্যাচে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছিল নেইমার-থিয়াগো সিলভারা।

মূলত ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্যই এই ম্যাচের আয়োজন করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। প্রসঙ্গত, আগামী অক্টোবরে চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে ২০১৮ বিশ্বকাপ বাছাই শুরু করবে ব্রাজিল।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়