News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪২, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৭, ১৯ জানুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রে খেলছেন আশরাফুল

যুক্তরাষ্ট্রে খেলছেন আশরাফুল

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশের নির্বাসিত ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

২০১৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরে স্পট ফিক্সিংয়ের জন্য অভিযুক্ত হয়েছিলেন আশরাফুল। ফলে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবি জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করেন। সেই তিনি এখন মার্কিন মুলুকে খেলছেন।

তবে শুধু আশরাফুল নন, যুক্তরাষ্ট্রের ওই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ আরও দুই ক্রিকেটার। তারা হলেন- ইলিয়াস সানি ও নাদিফ চৌধুরী। যদিও বিসিবি এই বিষয়ে কিছুই জানে না। কারণ, দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে কোন অনুমতি চায়নি এই ক্রিকেটাররা।

এর আগে গত জুলাইয়ে নয়জন সাবেক ও বর্তমান বাংলাদেশ ক্রিকেটারের সঙ্গে একটি ইনডোর ক্রিকেট টুর্নামেন্টেও অংশ নিয়েছিলেন আশরাফুল। তখন বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, যেহেতু বিষয়টি বারবার ঘটছে তাই বিসিবি বিষয়টি দেখভাল করবে।

এদিকে আশরাফুল স্পট ফিক্সিংয়ের কারণে প্রাথমিকভাবে আট বছর নিষিদ্ধ হয়েছিলেন। কিন্তু পরে সেই নিষেধাজ্ঞা পাঁচ বছরে কমিয়ে নিয়ে আসা হয়। সে সময় বিচারক কমিটির সদস্য বিচারপতি খাদেমুল ইসলাম বলেছিলেন, “সে (আশরাফুল) বিশ্বের কোনও প্রান্তেই কোন ধরনের আনুষ্ঠানিক ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়