News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১০, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৭, ১৯ জানুয়ারি ২০২০

মুখ খুললেন ক্লার্ক

মুখ খুললেন ক্লার্ক

ঢাকা: মাঠ ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের। চলমান অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে বিবর্ণ পারফরম্যান্স এবং দলের হারে অনেকটা কোনঠাসা প্যান্টার খ্যাত তারকা। তবে এখনই অবসর নিয়ে ভাবছেন না ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।

অ্যাশেজ সিরিজের প্রথম তিন টেস্টে ছয় ইনিংস ব্যাট করে ১৯ গড়ে ৯৪ রান সংগ্রহ করেছেন ক্লার্ক। ফলে অস্ট্রেলিয়ার সাবেকরা এক হাতে নিচ্ছেন অসি অধিনায়ককে। বুধবার বিষয়টি নিয়ে ক্লার্ক বললেন, “এই মুহূর্তে আমার সমালোচনা করা খুবই সঙ্গত। এজন্য ভিন্ন কিছু প্রত্যাশা করছি না আমিও। তবে অনেকে বলছেন এখন নাকি আমার চোখে-মুখে আগের মত ক্ষুধা দেখা যাচ্ছে না। আমার কমিটমেন্ট নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। সেটা সম্পূর্ণ ফালতু একটি বিষয়।”

মঙ্গলবার সিডনি মর্নিং হেরাল্ডের প্রধান ক্রীড়া সম্পাদক অ্যান্ড্রু ওয়েবস্টার লিখেছিলেন, ইদানিং প্রত্যেকবার বাজেভাবে আউট হওয়ার পর ক্লার্ক হতবাক হয়ে যাচ্ছে। শূন্যে তাকিয়ে থাকছে। কিন্তু তার চাহনিতে কোনও বিরক্তি থাকছে না। আসলে সে হারিয়ে গেছে। এই বিষয়ের প্রত্যুত্তর দিতে গিয়ে ক্লার্ক বলেন, “আমার বাজে পারফরম্যান্স নিয়ে জনগণ অবশ্যই কথা বলতে পারে। কিন্তু তারা আমার আকাঙ্খা ও ইচ্ছা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়