News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪০, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৭, ১৯ জানুয়ারি ২০২০

বায়ার্নে বিধ্বস্ত মিলান

বায়ার্নে বিধ্বস্ত মিলান

ঢাকা: রিয়াল মাদ্রিদের পর অডি কাপের দ্বিতীয় সেমি ফাইনালে জয়ের মুখ দেখেছে বায়ার্ন মিউনিখও। মঙ্গলবার আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে সান সিরোর অধিবাসীদের ৩-০ গোলে বিধ্বস্ত করেছে বাভারিয়ানরা।

ঘরের মাঠে অনুষ্ঠিত খেলায় বায়ার্নের পক্ষে স্কোরশিটে নাম ওঠান স্প্যানিশ লেফটব্যাক হুয়ান বার্নেট, জার্মান মিডফিল্ডার মারিও গোটশে এবং পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। ম্যাচের ২৩, ৭৪ ও ৮৫ মিনিটে গোল করেন তারা।

অবশ্য গোল না পেলেও উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়েছেন বায়ার্নের নতুন রিক্রুট ডগুলাস কস্তা। প্রথম ৪৫ মিনিট মাঠে থেকে বেশ কয়েকবার গোলের সুযোগ সৃষ্টি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তাছাড়া দলের প্রথম গোলটিতেও বলের যোগান দেন তিনি।

এদিন বায়ার্নের এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের সাথে ফাইনাল নিশ্চিত হয়েছে তাদেরও। আজ বুধবার ঘরের মাঠ মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শিরোপার লড়াইয়ে নামবেন পেপ গার্দিওলার শিষ্যরা। তাদের প্রতিপক্ষ আরেক স্প্যানিশ মগজাস্ত্র রাফায়েল বেনিতেজের ছাত্ররা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়