অডি কাপের ফাইনালে রিয়াল
ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে প্রাক মৌসুমের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট অডি কাপের ফাইনালে উঠেছে স্প্যানিশ দৈত্য রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত খেলায় রিয়ালের পক্ষে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ান সেনসেশন হামেস রদ্রিগেজ ও ওয়েলশ অধিনায়ক গ্যারেথ বেল।
দুই বছর আগে রেকর্ড পরিমান অর্থের বিনিময়ে এই টটেনহাম ছেড়েই মাদ্রিদে ঘাঁটি গেড়েছিলেন ওয়েলশ উইঙ্গার বেল। সাবেক দলের সাথে মোলাকাতে সেই তিনি গোল তুলে নিলেন।
গত সপ্তাহে এমএলএস অল স্টার দলের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের পর আরেকটি পরাজয় বরণ করল মৌরিসিও পচেত্রিনোর প্রশিক্ষণাধীন টটেনহাম। অপরদিকে টানা জয়রথ অব্যাহত রেখেছে রিয়াল। ম্যানসিটি, ইন্টার মিলান, এসি মিলানের পর টটেনহামকেও পরাজয়ের স্বাদ দিল তারা।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








