News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৯, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৮, ১৯ জানুয়ারি ২০২০

ডি মারিয়া পিএসজিতেই

ডি মারিয়া পিএসজিতেই

ঢাকা: সব জল্পনা-কল্পনার পাঠ চুকিয়ে শেষ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইনেই (পিএসজি) যোগ দিচ্ছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফরাসি লিগ ওয়ানের দ্বিতীয় ব্যয়বহুল খেলোয়াড় হিসেবে চার বছরের চুক্তিতে লরা ব্লাঁর প্রশিক্ষণাধীন দলে যোগ দিতে সম্মত হয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার।

সোমবার কাতারের দোহাতে পিএসজির মেডিকেল পরীক্ষায় উতরে যাওয়ার পর আগামী সপ্তাহেই নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সম্পাদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন ডি মারিয়া। সাবেক রিয়াল তারকার ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি জানায়। ওই সূত্রটি সম্ভাব্য ট্রান্সফার ফিও উল্লেখ করে। আর সেটা হলো ৬৩ মিলিয়ন ইউরো।

কাতারের মালিকাধীন ক্লাবটিতে উরুগুয়ান অ্যাটাকার এডিনসন কাভানিকে পাশে নিয়ে খেলবেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। যিনি ২০১৩ সালে লিগ ওয়ানের ইতিহাসে ট্রান্সফার ফি’র সর্বোচ্চ রেকর্ড গড়েছিলেন। আর ৬৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালির ক্লাব নাপোলি থেকে প্যারিসে নাম লিখিয়েছিলেন।

গত মৌসুমে স্পেনের রিয়াল মাদ্রিদ থেকে ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ওল্ড ট্রাফোর্ডে উড়াল দিয়েছিলেন ডি মারিয়া। কিন্তু সর্বশেষ মৌসুমে রেড ডেভিলদের হয়ে ধারাবাহিকতা দেখাতে পারেননি ২৮ বছর বয়সী ফুটবলার। ফলে ডাচ টেকটেশিয়ান লুইস ভন গলের আস্থা হারান তিনি। আর তার ফলশ্রুতিতেই মাত্র ৬৯ মিলিয়ন মার্কিন ডলারে ডি মারিয়াকে ছাড়ছে ম্যানইউ। ২০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি মেনে নিয়ে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়