প্রোটিয়া দলে ‘বাংলাদেশ সিরিজের ধাক্কা’
ঢাকা: বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ছিলেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু সিরিজ শুরুর আগেই ব্যক্তিগত কারণে দেশে উড়ে যান প্রোটিয়া অধিনায়ক।
ব্যক্তিগত কারণে টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে আগ্রহী ছিলেন না পেসার ডেল স্টেইনও। কিন্তু আসন্ন নিউজিল্যান্ড সফরে এই জোড়-সহ পুরো শক্তির দল নিয়েই দেশ ছাড়ছে হাশিম আমলা-ফ্যাফ ডু প্লেসিসরা। সম্ভবত সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার থেকে শিক্ষা নিয়েছে দক্ষিণ আফ্রিকা!
অবশ্য বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার কুইন্টন ডি কক। খারাপ ফর্মের কারণে ১৫ জনের সংক্ষিপ্ত স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয়েছে ডানহাতি ব্যাটসম্যানকে। আগস্টের ১৯ তারিখে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরেছেন ভারনন ফিলান্ডারও। তবে নিউজিল্যান্ড সফরে ৫০ ওভারি ক্রিকেটে খেলা হবে না অলরাউন্ডার জেপি ডুমিনি ও পেসার মরনে মরকেলের। খুব শিগগির এই দুজন প্রথমবার বাবা হচ্ছেন। এজন্য বিশ্রাম দেওয়া হয়েছে তাদের।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ফ্যাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, অ্যারন ফাসিঙ্গো, ভারনন ফিলান্ডার, কাগিসো রাবাদা, রিলে রুশো, ডেল স্টেইন, মরনে ভ্যান উইক ও ডেভিড ওয়েইস।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








